রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একদিন আগে ভারতীয় শিবিরের দুশ্চিন্তা বাড়ালেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মঙ্গলবার অনুশীলনে গিয়ে হাতের আঙুলে আঘাত পেলেন ভারত অধিনায়ক। যা ফাইনালের আগে চিন্তার কারণ হতে পারে ভারতীয় শিবিরের জন্য।
এমনিতে ম্যাচের আগের দিন দলের প্রথম সারির ক্রিকেটাররা সচরাচর অনুশীলন করেন না। মঙ্গলবারও ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। রোহিত ছাড়া প্রথম সারির কোনও তারকাই এদিন অনুশীলনে আসেননি। ভারত অধিনায়ক এদিন সাংবাদিক বৈঠক সেরে নেটে চলে যান ব্যাট করতে। সেখানে থ্রো-ডাউন নিতে গিয়েই যাবতীয় বিপত্তি। একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট ছেড়ে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিওর সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ প্যাড পরে বসে থাকলেও এরপর আর ব্যাট হাতে নামতে দেখা যায়নি ভারত অধিনায়ককে।
[আরও পড়ুন: ‘ভয় পেয়েছেন, উঠল বাই তো কটক যাই’, মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরকে খোঁচা দিলীপের]
রোহিতের আঘাত কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। তবে যেভাবে একের পর এক ভারতীয় ব্যাটার অতিরিক্ত বাউন্সের জন্য আঘাত পাচ্ছেন, সেটা চিন্তার কারণ হতে পারে ভারতীয় শিবিরের। এর আগে চেতেশ্বর পূজারা অনুশীলনের সময় আঘাত পেয়েছেন। ঈশান কিষানও (Ishan Kishan) আঘাত পেয়েছেন অতিরিক্ত বাউন্সের জন্য। বুধবার থেকে ওভালের পিচে যদি বল এভাবেই উঠতে থাকে, তাহলে কামিন্স, বোলান্ড বা স্টার্করা ভারতকে কিন্তু বাউন্সের চৌবাচ্চায় ডুবিয়ে দিতে পারে।
[আরও পড়ুন: যশবন্তপুর-হাওড়া সুপারফাস্টে অন্ধ্রের ডিম ফেটে চৌচির দুর্ঘটনায়, গন্ধে প্রাণ ওষ্ঠাগত]
রোহিতের আঘাত ছাড়া ভারতীয় শিবির (Team India) থেকে খবর বলতে, বুধবার সম্ভবত উইকেটের পিছনে ভরতের জায়গায় নামতে চলেছে ঈশান কিষান। অন্তত মঙ্গলবারের অনুশীলন দেখে তাই মনে হয়েছে। অধিনায়ক রোহিত অবশ্য এদিন টিম কম্বিনেশন নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তবে শোনা যাচ্ছে, ভারত দুই স্পিনার নিয়ে খেলতে পারে। সেক্ষেত্রে জাদেজা এবং অশ্বিন (Ravi Ashwin) দু’জনেই খেলবেন। শামি-সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে কে খেলবেন? সেটাও লক্ষণীয় বিষয়। শার্দূলের পাশাপাশি দৌড়ে রয়েছেন উমেশ এবং জয়দেব উনাদকাটও। আর যদি শেষ মুহূর্তে চার পেসার খেলানোর সিদ্ধান্ত হয়, তাহলে জাদেজা খেলবেন, শার্দূলও খেলবেন। চতুর্থ পেসার হিসাবে উনাদকাট এবং উমেশের মধ্যে একজন খেলবেন।