সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিরা যেদিন আইপিএল ফাইনাল খেলতে নামবেন, ঠিক সেদিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে উড়ে যাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সঙ্গে তাঁর মুম্বই দলের সতীর্থ সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানও উড়ে যাবেন ইংল্যান্ড।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাস্ত হয়েছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দলের হারের ব্যাথা ভুলে ভারত অধিনায়ক শনিবার ভোর চারটের সময় উড়ে গিয়েছেন মুম্বই। তাঁর সঙ্গে মুম্বই উড়ে গিয়েছেন সূর্যকুমার যাদবও (Surya Kumar Yadav)। শনিবার সকাল ১১টার সময় মুম্বই গিয়েছেন ঈশান কিষান। ঈশানের দেরি হওয়ার কারণ, তাঁর চোট। শুক্রবার ম্যাচ চলাকালীন সতীর্থ ক্রিস জর্ডনের কনুইয়ের ধাক্কায় চোখে চোট লাগে ঈশানের (Ishan Kishan)। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তবে চোট নিয়েই ঈশান রবিবার উড়ে যাবেন বলে খবর। ভারতীয় শিবির আশাবাদী, হাতে যা সময় আছে, তাতে ঈশানের চোট সেরে যাবে। রবিবার মুম্বই থেকেই ঈশান এবং রোহিত লন্ডন উড়ে যাবেন। সূর্যকুমার যাদব প্রথম দলে না থাকলেও তিনি রয়েছেন স্ট্যান্ড বাইদের তালিকায়। সূর্যও যাবেন রোহিতদের সঙ্গে।
[আরও পড়ুন: শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, নাম দিলেন সদ্যোজাত শিশুর]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া তারকারা ইতিমধ্যেই ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে যাঁদের, তাঁদেরই প্রথম ব্যাচ হিসেবে ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়েছে বিলেতে। আরসিবি, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সেই সব দলের সংশ্লিষ্ট ক্রিকেটাররা গত মঙ্গলবারই বিমান ধরেছেন।
[আরও পড়ুন: রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি]
বিরাট-সিরাজদের সঙ্গে একই দিনে বিমানে উঠেছেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, জয়দেব উনাদকাটরাও। জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফও লন্ডন যাওয়ার বিমানে উঠছেন কোহলিদের সঙ্গেই। মূল দলের ক্রিকেটার ছাড়াও রিজার্ভ প্লেয়ার মুকেশ কুমার, অনিকেত চৌধুরী, আকাশদীপ এবং ইয়ারা পৃথ্বীরাজও কোহলিদের সঙ্গে মঙ্গলবারই লন্ডন পাড়ি দিয়েছেন।