সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের আশার আলো যে টিমটিম করে জ্বলছে, সেটা পুরোপুরি তাঁর সৌজন্যেই। চতুর্থ দিন ব্যাট হাতে তাঁর খেলা ৪৪ রানের ঝকঝকে ইনিংস মির্যাকেলের স্বপ্ন দেখাচ্ছে বহু ক্রিকেটপাগলকে। অথচ বিরাট কোহলির মাথায় এখন শুধুই চিন্তা, ভয় আর সংশয়। অন্তত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে উঁকি মারলে তেমনটাই দেখা যাচ্ছে।
চতুর্থ দিনের শেষে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে যখন তিনি সাজঘরে ফিরছেন, তখন দর্শকদের উদ্দেশে চুমু ছুঁড়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। যেন বুঝিয়ে দিতে চেয়েছেন, সব চিন্তা-সংশয় দূর করুন, আমি আছি। রাতে ইনস্টাগ্রাম স্টোরিতেও সেই একইরকম বার্তা দিতে দেখা গেল বিরাটকে (Virat Kohli)। বুঝিয়ে দিলেন, নিজের সব সংশয়, ভীতিকে দূর করে এগিয়ে যেতে চান তিনি।
[আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের শোনানো হবে রামায়ণ, গীতা, ‘দেশভক্ত’ সন্তান গড়তে নয়া উদ্যোগ RSS ঘনিষ্ঠ সংগঠনের]
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন ভারত অধিনায়ক লিখলেন,”আমাদের যদি অনেকরকম চিন্তা থাকে, অনেক ভয় থাকে, সংশয় থাকে, তাহলে আমাদের বাঁচার বা ভালবাসার মতো কোনও জায়গা নেই। আমাদের শিখতে হবে ছেড়ে দেওয়া।” এই প্রথম নয়, এই টেস্ট ফাইনাল চলাকালীন এর আগেও ইঙ্গিতপূর্ণ ইনস্টাগ্রাম স্টোরি তিনি দিয়েছেন। একদিনে আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে মার্ক ম্যানসনের একটি বক্তব্য পোস্ট করেন প্রাক্তন অধিনায়ক। মার্ক ম্যানসনের মন্তব্যটি হল, আমজনতার মতামত থেকে নিজেকে মুক্ত করতে হলে অপছন্দ করার ক্ষমতাও বিকাশ করা দরকার।
[আরও পড়ুন: ‘আমার নাম সরান’, ফের NCERT’র উপদেষ্টার পদ থেকে নিজের নাম সরানোর আরজি যোগেন্দ্র যাদবের]
কিন্তু পরপর কেন এমন পোস্ট করছেন বিরাট? আসলে টেস্ট ফাইনাল চলাকালীনও বিতর্ক চেপে ধরেছিল কিং কোহলিকে। প্রথম ইনিংসে আউট হওয়ার দু’মিনিট পর কোহলিকে দেখা যায় সতীর্থদের সঙ্গে খোশমেজাজে খাবার খেতে। ওইভাবে তাঁকে সতীর্থদের সঙ্গে গল্প করতে করতে খাবার খেতে দেখে দেখে শান্ত থাকতে পারেননি নেটিজেনরা। নানাভাবে বিরাটকে আক্রমন শুরু হয় নেটদুনিয়ায়, প্রশ্ন ওঠে তাঁর দায়বদ্ধতা নিয়েও। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেসব প্রশ্নের জবাব দিতে চান বিরাট। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও একের পর এক পোস্ট করে চলেছেন তিনি।