সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷ কিন্তু লক্ষ্যের অনেক আগেই থেমে যেতে হয় ডুবোজাহাজকে৷ যাত্রা শুরুর দিন দুইয়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি৷ ৩১ ডিসেম্বর পর আর কোন খোঁজ পাওয়া যায়নি ডুবোজাহাজটির৷
সমুদ্রের নিচে থাকা ধ্বংসাবশেষ
খোঁজ মিলল একেবারে ৭৩ বছর পর৷ তবে আস্ত ডুবোজাহাজ নয়, খোঁজ মিলল জাহাজটির ধ্বংসাবশেষের তাও আবার ৭১ জন আরোহী সমেত৷ মাসিমো ডমেনিকো বোর্দোনের নেতৃত্বে একদল ডাইভার খোঁজ পায় ধ্বংসাবশেষের৷ সারদিনিয়া দ্বীপের উত্তর-পশ্চিমে একটি ছোট্ট দ্বীপ টাভোলোরা৷ এই দ্বীপের কাছে একশো মিটার গভীরে পাওয়া যায় ডুবোজাহাজের ধ্বংসাবশেষ৷ ব্রিটিশ নৌবাহিনীর মতে, ওলবিয়া উপসাগরে সমুদ্রের গভীরে পোতা মাইনের আঘাতে ধ্বংস হযে যায় ডুবোডাহাজটি৷ অক্সিজেনের অভাবে মৃত্যু হয় জাহাজে থাকা সব আরোহীর৷
The post ইতালির উপকূলে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ডুবোজাহাজের appeared first on Sangbad Pratidin.