সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার থাবায় বিধ্বস্ত হয়ে পড়েছিল গোটা ভারতীয় শিবির। আদৌ বিশ্বকাপে দল খেলা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়ে গিয়েছিল প্রশ্নচিহ্ন। সেই পরিস্থিতি থেকে আত্মবিশ্বাসে ভর দিয়ে দেশবাসীকে পঞ্চম বিশ্বকাপ উপহার দিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধূল। আর এই কৃতিত্বের জন্যই ধূলকে জুনিয়র বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে বেছে নিল আইসিসি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শনিবার ইংল্যান্ডকে (England Under 19) ৪ উইকেটে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত (India Under 19)। ফাইনালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারও ব্যাট করতে পারেনি। ৪৪.৫ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭.৪ ওভারে ম্যাচ জিতে নেয়। আর গোটা টুর্নামেন্টে যশের দুর্দান্ত নেতৃত্বের জন্যই তাঁকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। রবিবার আইসিসির তরফে প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয়। রয়েছেন বাঁ-হাতি স্পিনার ভিকি অস্তওয়াল এবং অলরাউন্ডার তথা ফাইনালের নায়ক রাজ বাওয়া।
[আরও পড়ুন: ‘মেরি আওয়াজ হি পহেচান হ্যায়’, লতার প্রয়াণে বিষণ্ণ পাক তারকারাও]
শনিবার ইংরেজ শিবিরে আঘাত হানেন রাজ বাওয়া (Raj Bawa)। এই পেসারের দাপটে নাস্তানাবুদ হয়ে যান ইংরেজ যুবারা। রাজ মাত্র ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। প্রথম ভারতীয় হিসেবে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এই নজির গড়েন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫২ রান। এর মধ্যে শুধু উগান্ডার বিরুদ্ধেই ১৬২ রান করেন। এদিকে, টুর্নামেন্টে ১২টি উইকেট নেন ভিকি।
কোভিড-১৯-এর (COVID-19) জন্য দুটি ম্যাচে খেলতে পারেননি যশ। তবে চার ম্যাচেই ২২৯ রান করে দলের জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখ ধাঁধানো ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সবমিলিয়ে অনবদ্য পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন যশ।