সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি সিরিজে ফর্মের তুঙ্গে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখনও পর্যন্ত দুই দলের ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) বাঁহাতি ওপেনার। দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে এবার বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এদিকে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০০০ রান করে ফেললেন বাঁহাতি ওপেনার। পিছনে ফেলে দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)।
এদিন ইংল্যান্ডের প্রথম ইনিংস ২১৮ রানে গুটিয়ে দেওয়ার পর, রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ক্রিজে আসেন যশস্বী। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন এই তরুণ। যদিও এবার লম্বা ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ৫৭ রানে আউট হন। শোয়েব বশিরকে স্টেপ আউট করে মারতে গেলে তাঁকে স্টাম্প আউট করে দেন বেন ফোকস। আউট হওয়ার আগে মেরেছিলেন ৫টি চার ও ৩টি ছক্কা। তবে এতে বিরাটের রেকর্ড নিজের নামে করতে বেগ পেতে হয়নি।
[আরও পড়ুন: এবারই শেষ, আইপিএলকে বিদায় জানাচ্ছেন প্রাক্তন নাইট অধিনায়ক]
২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ছিল ৬৫৫। সর্বোচ্চ ২৩৫। গড় ১০৯.১৬। সঙ্গে দুটো সেঞ্চুরি, দুটো হাফসেঞ্চুরি ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছিলেন সিরিজের সর্বোচ্চ ২৩৫ রান। এছাড়া ভাইজ্যাগে কিং কোহলির ব্যাট থেকে এসেছিল ১৬৭ রান।
এবার চলতি সিরিজে ৫ ম্যাচের ৯ ইনিংসে যশস্বী এখনও পর্যন্ত ৭১২ রান করে ফেলেছেন। সর্বোচ্চ অপরাজিত ২১৪। গড় ৮৯.০০। সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। আগেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নজির ভেঙেছিলেন। এবার পিছনে ফেললেন বিরাটকে। দ্রাবিড় ও বিরাটের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয়, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করেছেন।
এদিকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুত ১০০০ রান করার নজিরেও তিনি নাম লেখালেন। যশস্বী এই কীর্তি গড়লেন ৯ টেস্টে। এখনও পর্যন্ত ১০২৮ রান করতে নিলেন ১৬টি ইনিংস। অন্যদিকে গাভাসকর ও পূজারা ১১টি টেস্ট খেলে ১০০০ রান পূর্ণ করেছিলেন।