shono
Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে ডবল সেঞ্চুরি, ইতিহাসে যশস্বী

রাজকোট টেস্টে চালকের আসনে ভারত।
Posted: 01:12 PM Feb 18, 2024Updated: 04:39 PM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদ কাম্বলি, বিরাট কোহলি (Virat Kohli), এবং তার পরই যশস্বী জয়সওয়াল। ইতিহাসের খাতায় নাম তুলে ফেললেন তরুণ বাঁহাতি ওপেনার। তৃতীয় ভারতীয় হিসাবে পরপর দুই টেস্টে ডবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়লেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করেন তিনি। রাজকোট টেস্টের (Rajkot Test) দ্বিতীয় ইনিংসে আরও চমকপ্রদ ইনিংস খেলে দ্বিশতরান করলেন যশস্বী।
ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সামান্য সময়েই ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পান যশস্বী। আর চলতি সিরিজে তাঁর ফর্ম যেন ধরাছোঁয়ার বাইরে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে যশস্বীর করা অনবদ্য ডাবল সেঞ্চুরিই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। আর রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে তরুণ ব্যাটারের দ্বিশতরান যেন বিশাখাপত্তনমের ইনিংসকেও ছাপিয়ে গেল।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের দিকে এগোলেন প্রণতি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী]

রাজকোট ম্যাচের তৃতীয় দিনই সেঞ্চুরিটা করে ফেলেছিলেন যশস্বী। কিন্তু দিনের শেষে যেভাবে চোটের জন্য মাঠ ছাড়তে হয় তাঁকে, তাতে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি আদৌ আর খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু গিল ৯১ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার পর এদিন যশস্বী ব্যাট করতে এলেন, এবং এসেই শুরু করলেন ইংল্যান্ডের তথাকথিত ‘বাজবল’। মধ্যাহ্নভোজের পর রীতিমতো টি-২০ মেজাজে ব্যাট করলেন তিনি।

[আরও পড়ুন: মনোজের শেষ ম্যাচে বিহারকে হেলায় হারিয়ে রনজি অভিযান শেষ করল বাংলা]

৪৩০ রানে ভারত যখন ইনিংস ঘোষণা করল যশস্বী তখন ২১৪ রানে অপরাজিত। যশস্বীর আগে পরপর দুই টেস্টে দ্বিশতরানের রেকর্ড আছে শুধু বিরাট কোহলি এবং বিনোদ কাম্বলির। সব মিলিয়ে বিশ্বে মোট ৬ ব্যাটার এই কীর্তি গড়েছেন। সপ্তম ব্যাটার হিসাবে নজির গড়লেন যশস্বী। রেকর্ডের এখানেই শেষ নয়, প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া ডবল সেঞ্চুরির মালিক হলেন তিনি। 

এর বাইরে ছক্কা হাঁকানোরও বিরল রেকর্ড গড়েছেন তরুণ ওপেনার। এদিনের ইনিংসে মোট ১৪টি চার এবং ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় যুগ্মভাবে প্রথম তিনি। এর আগে পাকিস্তানের ওয়াসিম আক্রমেরও এক ইনিংসে ১২টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে। চলতি টেস্ট সিরিজে যশস্বী ২১টি ছক্কা হাঁকিয়েছেন। সেটাও রেকর্ড। এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনিই। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement