সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অনবদ্য ব্যাটিংয়ের কৃতিত্ব দাবি করেছিলেন ইংরেজ ব্যাটাররা। ইংল্যান্ডের বাজবল দেখেই নাকি টেস্টে আগ্রাসী ব্যাটিং করতে শিখেছিলেন! ইংল্যান্ড সিরিজে সেরা হয়ে সেই কটাক্ষের জবাব দিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
সদ্যসমাপ্ত সিরিজে (India vs England) যশস্বীর ফর্ম যেন ধরাছোঁয়ার বাইরে ছিল। পরপর দুই ম্যাচে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ তুর্কি। বিশাখাপত্তনমে তৃতীয় টেস্টে ব্যাট করতে নেমে মাত্র ২৩৬ বলে ২১৪ রান করে অপরাজিত থাকেন। স্ট্রাইক রেট ছিল ৯০-এরও বেশি। ভারতীয় ওপেনারের আগ্রাসী ব্যাটিং দেখে আজব দাবি করেছিলেন বেন ডাকেট।
[আরও পড়ুন: ‘পা বাদ দিতে চেয়েছিলেন চিকিৎসকরা’, দুঃস্বপ্নের সেই দিনগুলোর কথা বললেন পন্থ]
ইংরেজ ওপেনারের কথায়, “বিপক্ষ দলের ক্রিকেটারদের যখন এরকম আগ্রাসী মেজাজে খেলতে দেখি তখন মনে হয় এই ইনিংসে আমাদেরও খানিকটা কৃতিত্ব রয়েছে। কারণ অন্যরা যেভাবে টেস্ট খেলে, তার থেকে খানিকটা আলাদাভাবে ব্যাট করেছে ওরা। অন্য বেশ কয়েকটা দলও আগ্রাসী মেজাজে ব্যাট করছে সেটাও দেখতে ভালো লাগছে।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে তুমুল সমালোচনার মুখে পড়েন ডাকেট। স্বদেশীয় নাসের হুসেনও ডাকেটকে কটাক্ষ করতে ছাড়েননি।
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছিল ভারত। সেই সময় ডাকেটের মন্তব্য নিয়ে তোপ দেগেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বলেছিলেন, ”আমাদের দলে অনেকদিন আগে ঋষভ পন্থ বলে একজন খেলত। বেন ডাকেট হয়তো ওকে খেলতে দেখেনি।” আজব সেই মন্তব্য় নিয়ে এবার মুখ খুললেন যশস্বী নিজেই। তবে ডাকেটের কথাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। যশস্বীর কথায়, “ওর মন্তব্য নিয়ে আমার কিছুই বলার নেই। আমি ভালো খেলার চেষ্টা করে যাব। মাঠে নেমে যেন আমার খেলাটা সেরা হয়।” তরুণ ব্যাটারে জানিয়েছেন, কোচ রাহুল দ্রাবিড়ের কথা মাথায় রেখেই খেলতে নামেন।