স্টাফ রিপোর্টার: ইংল্যান্ড সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরির পর রাজকোটেও একইরকম ছন্দে যশস্বী জয়সওয়াল। রাজকোটেও ঝকঝকে ডবল সেঞ্চুরি করেছেন। সিরিজে এখনও পর্যন্ত যশস্বীর রানসংখ্যা ৫১৪। গড় আরও অবিশ্বাস্য, ১০৯। অধিনায়ক রোহিত শর্মাও (Rahul Gandhi) সাংবাদিক সম্মেলনে এসে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যশস্বীকে (Yashasvi Jaiswal)।
বিধ্বংসী পারফরম্যান্সের জন্যই এবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম কুড়ির মধ্যে চলে এলেন যশস্বী। র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে পনেরো নম্বরে চলে এসেছেন তিনি। উন্নতি হয়েছে আরও একাধিক ভারতীয় ব্যাটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ নম্বরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে ৯১ রান করা শুভমন গিলও তিন ধাপ এগিয়ে রয়েছেন ৩৫তম স্থানে।
[আরও পড়ুন: বাড়ির অন্দরে পড়ে চিকিৎসক দম্পতির গলাকাটা দেহ, লেনদেন নিয়ে অশান্তির জের?]
এদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ক্রিকেটজীবনের সেরা ৪৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ভারতীয় ক্রিকেটের ‘স্যর’। শুধু তাই নয়, চলতি সিরিজে ব্যাটার এবং বোলার দুই বিভাগেই জাদেজার উন্নতি হয়েছে। বোলারদের ক্রমতালিকায় এখন তিনি ষষ্ঠ স্থানে। আর ব্যাটারদের ক্রমতালিকায় ৪১ নম্বর থেকে ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
[আরও পড়ুন: প্রেমে ‘প্রত্যাখ্যাত’ হয়ে আত্মঘাতী মডেল, বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটারকে পুলিশি তলব]
এ তো গেল আইসিসি (ICC) র্যাঙ্কিংয়ের প্রসঙ্গ। এর বাইরে আরও একটা খবর থাকছে যশস্বীকে নিয়ে। এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, কয়েক কোটির ফ্ল্যাট কিনেছেন যশস্বী। বলা হচ্ছে, বান্দ্রার এক অ্যাপার্টমেন্ট যে ফ্ল্যাট নিয়েছেন এই ব্যাটার, তার দাম ৫.৩৮ কোটি। সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে তরুণ ব্যাটারের।