shono
Advertisement

রাজ কাপুরের পর এবার মালা সিনহা, কিংবদন্তি অভিনেত্রীর বাড়ি ভেঙে বহুতল!

বাড়ি ছেড়ে এখন কোথায় আছেন অভিনেত্রী?
Posted: 01:03 PM May 27, 2023Updated: 01:03 PM May 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই খবরে এসেছিল রাজ কাপুরের মুম্বইয়ের চেম্বুর এলাকার বাংলো ভেঙে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। আর এবার ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহার বাড়ি। খবর অনুযায়ী, মালা সিনহার বান্দ্রা এলাকার বাড়ি সম্প্রতি কিনেছেন এক বিল্ডার। সেই পুরনো বাড়ি ভেঙে ২২ তলা বিল্ডিং তৈরা করা হবে।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আপাতত অভিনেত্রী মালা সিনহা রয়েছেন তাঁর অন্য একটি অ্য়াপার্টমেন্টে। তবে এই নতুন বিল্ডিং তৈরি হলে অভিনেত্রীকেও দেওয়া হবে দুটি ফ্ল্যাট। খবর অনুযায়ী, মালা সিনহার মেয়ে অভিনেত্রী প্রতিভা সিনহা নিয়মিত খোঁজ রাখছেন এই নতুন নির্মানের। আশা করা হচ্ছে আগামী ৩-৪ বছরের মধ্য়ে তৈরি হয়ে যাবে এই বিল্ডিং।

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

প্রসঙ্গত, রাজকাপুরের বাংলো অধিগ্রহণ করল গোদরেজ প্রোপার্টিজ। শুক্রবার পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার গোদরেজ গ্রুপ অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট শাখার, গোদরেজ প্রোপার্টিজ লিমিটেড একটি বিলাসহুল আবাসন তৈরির জন্য কিংবদন্তি পরিচালক তথা অভিনেতা রাজ কাপুরের বাংলোটি অপ্রকাশিত অর্থে অধিগ্রহণ করেছে। রাজ কাপুরের এই বাংলোটি মুম্বইয়ের চেম্বুরের ফার্ম রোডে অবস্থিত।

এই প্রসঙ্গে রাজ কাপুরপুত্র রণধীর কাপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ”এই বাংলোর সঙ্গে কাপুর বংশের বহুদিনের ইতিহাস জড়িত। এই বাংলোর জায়গাটা উন্নয়নের জন্য আমরা আবারও গোদরেজ প্রপার্টিজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।”

আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement