সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যতই থাক জনপ্রিয়তায় কম যান না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লাগাতার তৃতীয়বার দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের 'মুড অফ দ্য নেশন'-এর সমীক্ষা অনুযায়ী দেশের ৩৩ শতাংশের বেশি মানুষ যোগীকে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনে করেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সেরা মুখ্যমন্ত্রী কে তা জানতে দেশজুড়ে ৩০ টি রাজ্যের ১.৩৬ লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল 'মুড অফ দ্য নেশন'। যেখানে দেশের ৩৩ শতাংশের বেশি মানুষ মনে করছেন যোগী আদিত্যনাথই সেরা। তবে তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও দেশের মাত্র ১৩.৮ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ৯.১ শতাংশ মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন। চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ৪.৭ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চান। এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। ৪.৬ শতাংশ মানুষ তাঁর পক্ষে ভোট দিয়েছেন। এছাড়াও এই তালিকায় যথাক্রমে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, কর্নাটকের সিদ্দারামাইয়া, অসমের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী।
[আরও পড়ুন: আলিঙ্গন কূটনীতি! পুতিনের পর জেলেনস্কিকে জড়িয়ে ধরলেন মোদি, দেখলেন যুদ্ধের ভয়াবহতা]
তালিকায় যোগী আদিত্যনাথকে শীর্ষে রাখার পিছনে মানুষের দাবি, যোগী আদিত্যনাথ আসার পর গত সাড়ে সাত বছরে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ নিয়েছেন তিনি। যদিও আইনের চোখে এই কড়া পদক্ষেপ বার বার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। বেলাগাম এনকাউন্টার, অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করা, অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালানোর মতো একাধিক নীতির কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। তবে বাস্তবে সেই নীতিতেই জনপ্রিয়তার শিখরে উঠেছেন যোগী।
[আরও পড়ুন: নেপালে নদীতে পড়ল ভারতীয় পর্যটকবোঝাই বাস, মৃত অন্তত ১৪]
পাশাপাশি নরেন্দ্র মোদির পর কে হতে পারেন প্রধানমন্ত্রীর উত্তরসূরি? সে রিপোর্টও প্রকাশ্যে এনেছে ইন্ডিয়া টু-ডে মুড অফ দ্য নেশন সমীক্ষা। যেখানে দেখা যাচ্ছে, বিজেপির অন্দরে মোদির উত্তরসূরি হিসাবে সবার চেয়ে এগিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে বিজেপি সমর্থকদের মধ্যে ২৫ শতাংশ মানুষ মনে করছেন মোদির উত্তরসূরি হিসাবে শাহই শ্রেষ্ঠ। শাহর পর মোদির উত্তরসূরি হিসাবে বিজেপি সমর্থকদের দ্বিতীয় পছন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৯ শতাংশ বিজেপি সমর্থক মনে করছেন, মোদির উত্তরসূরি হতে পারেন যোগী আদিত্যনাথ। ১৩ শতাংশ মানুষ মনে করছেন, নরেন্দ্র মোদির উত্তরসূরি হতে পারেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। মোদির উত্তরসূরি হিসাবে শিবরাজ সিং চৌহান এবং রাজনাথ সিংকে পছন্দ করছেন প্রায় ৫ শতাংশ করে মানুষ।