shono
Advertisement
Yogi Government

উত্তরপ্রদেশে 'ঐতিহাসিক' বাজেট! ৮ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করল যোগী সরকার

ঘোষিত হয়েছে একগুচ্ছ প্রকল্প।
Published By: Hemant MaithilPosted: 04:21 PM Feb 20, 2025Updated: 05:07 PM Feb 20, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: বৃহস্পতিবার পেশ হয়েছে উত্তরপ্রদেশের চলতি অর্থবর্ষের বাজেট। প্রায় ৮.০৮ লক্ষ কোটি টাকার এই বাজেটকে 'ঐতিহাসিক' বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত এটাই উত্তরপ্রদেশের কোনও বাজেটে বরাদ্দ সবচেয়ে বেশি অর্থ। ঘোষিত হয়েছে একগুচ্ছ প্রকল্প।

Advertisement

রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না এদিন ঘোষণা করেছেন বাজেটের ২২ শতাংশ নির্মাণ উন্নয়ন খাতে, শিক্ষা খাতে ১৩ শতাংশ, কৃষি খাতে ১১ শতাংশ, স্বাস্থ্য খাতে ৬ শতাংশ, সামাজিক নিরাপত্তা খাতে ৪ শতাংশ বরাদ্দ হয়েছে। দেখে নেওয়া যাক এদিনের বাজেট ঘোষণার সংক্ষেপসার-

১) যোগী সরকার এবারের বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে নির্মাণ, শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে।

২) উত্তরপ্রদেশে 'কৃত্রিম বুদ্ধিমত্তা শহর' স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠবে উত্তরপ্রদেশ।

৩) ৫৮টি পুরসভাকে 'আদর্শ স্মার্ট শহরে' উন্নীত করা হবে।

৪) প্রকল্পের সাহায্যে সমস্ত দরিদ্রদের শিক্ষিত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

৫) প্রতিটি জেলার সদর দপ্তরে কর্মী শিবির স্থাপন করা হবে। থাকবে ক্যান্টিন, পরিষ্কার পানীয় জল, শৌচাগার ও স্নানাগার।

৬) অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের ২ অক্টোবর থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে 'শূন্য দারিদ্র অভিযান'। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে সবচেয়ে গরিব পরিবারকে চিহ্নিত করা হবে এই প্রকল্পে। যোগী সরকারের লক্ষ্য সেই পরিবারগুলির উপার্জন বছরে ১ লক্ষ ২৫ হাজারে নিয়ে আসে। যাতে সেই পরিবারগুলি তাদের মূল চাহিদাটি পূরণ করতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার পেশ হয়েছে উত্তরপ্রদেশের চলতি অর্থবর্ষের বাজেট।
  • প্রায় ৮.০৮ লক্ষ কোটি টাকার এই বাজেটকে 'ঐতিহাসিক' বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
  • এখনও পর্যন্ত এটাই উত্তরপ্রদেশের কোনও বাজেটে বরাদ্দ সবচেয়ে বেশি অর্থ।
Advertisement