সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট প্রস্তাবে অযোধ্যার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করল যোগী আদিত্যনাথ সরকার। যার মধ্যে ২০০ কোটি খরচ হবে একটি বিমানবন্দরের জন্য এবং ১০১ কোটি টাকা খরচ হবে শহরের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের জন্য। পাশাপাশি পশু কল্যাণ ও গোশালা নির্মাণের জন্য ৬০০ কোটিরও বেশি টাকা খরচের প্রস্তাব রয়েছে উত্তরপ্রদেশ সরকারের বাজেটে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল বিধানসভায় ৪.৭৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। বিগত অর্থবর্ষের তুলনায় যোগী সরকার এবার খরচের পরিমাণ ১২ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখেছে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটে একাধিক জনকল্যাণকর প্রকল্পের কথা ঘোষণা করেছে। রাজ্যের মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ‘কন্যা সুমঙ্গল যোজনা’ নামে ১২০০ কোটি টাকার একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে। অযোধ্যা, বারাণসী, মথুরা ও এলাহাবাদকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যোগী সরকার। লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলার বিষয়ে কেন্দ্র ও উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর প্রবল চাপ রয়েছে। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় সরকার সরাসরি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে পারছে না। তাই রাজ্যবাসীকে খুশি করতেই সরকার অযোধ্যার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
[ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করার সিদ্ধান্ত কংগ্রেসের]
এদিন বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল জানান, কাশী বিশ্বনাথ মন্দির ও সংলগ্ন এলাকা উন্নয়নের কাজ দেখভাল করা জন্য একটি বিশেষ কমিটি গড়ে তোলা হবে। গঙ্গার তীর থেকে বিশ্বনাথ মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণ ও সৌন্দর্যায়নের জন্য ২০৭ কোটি টাকা খরচ করা হবে। পশু কল্যাণ ও গোশালা নির্মাণের জন্য এবার ৬০০ কোটি টাকারও বেশি ব্যয়ের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ এলাকায় গোশালা নির্মাণের জন্য ২৪৭.৬০ কোটি টাকা খরচ করা হবে। শহরতলিতে ‘কানহা গোশালা’ প্রকল্পে খরচ করা হবে ২০০ কোটি টাকা।
The post গোশালা নির্মাণে বাজেটে প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ করল যোগী সরকার appeared first on Sangbad Pratidin.