shono
Advertisement

বাইশ গজ ফের কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷
Posted: 01:21 AM Nov 07, 2016Updated: 07:51 PM Nov 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর জন্য কেউ দায়ী নন৷ বলের আঘাতই তাঁর মৃ্ত্যুর একমাত্র কারণ৷ ক’দিন আগেই এমন কথা জানিয়েছেন হিউজের মৃত্যুর তদন্তকারীরা৷ শনিবার ফের তেমনই এক ঘটনা সামনে এল৷ ফের বাইশ গজ কেড়ে নিল একটি তাজা প্রাণ৷ বোলিং করার সময় বুকে বল গেলে মৃত্যু হল ২২ বছরের এক ক্রিকেটারের৷ শনিবার বিকেলে চণ্ডীগড়ের মলোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে৷

Advertisement

মলোয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷ ২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তাঁর ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷

ক্রিকেটের জন্য গ্রামে ভালই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠে৷ কিন্তু কে জানত, সেই ভালবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরও এক স্থানীয় ক্রিকেটার মুকুল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement