shono
Advertisement

অনুশীলন চলাকালীন বজ্রপাতে মৃত্যু তরুণ ক্রিকেটারের, শোকের ছায়া ক্রীড়ামহলে

বিকম তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন দেবব্রত৷ The post অনুশীলন চলাকালীন বজ্রপাতে মৃত্যু তরুণ ক্রিকেটারের, শোকের ছায়া ক্রীড়ামহলে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jun 10, 2018Updated: 06:26 PM Jun 10, 2018

অর্ণব আইচ: ফের ক্রিকেট মাঠে প্রাণহানি৷ আবারও প্রাণ গেল তরুণ ক্রিকেটারের৷ তাও খাস কলকাতায়৷ অনুশীলন সেরে ক্লাব তাঁবুতে ফেরার সময় প্রাণ গেল ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেটার দেবব্রত পালের৷

Advertisement

[এশিয়া কাপে ইতিহাস, ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ]

আজ দুপুরে অন্যদিনের মত রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশলীন করছিলেন দেবব্রত-সহ অন্যান্য ক্রিকেটাররা৷ প্রশিক্ষকের দাবি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের অনুশীলন শুরু হওয়ার পরপরই বৃষ্টি নামে আকাশে৷ সকলে হুড়োহুড়ি করে ক্লাব তাঁবুর দিকে ফেরার চেষ্টা করেন৷ সকলের পিছনে আসছিলেন কলেজ পড়ুয়া দেবব্রত৷ হঠাৎ বজ্রপাতের প্রবল শব্দ হয়৷ মাটিতে লুটিয়ে পড়েন দেবব্রত৷ প্রাথমিকভাবে তাঁর শুশ্রুষার চেষ্টা করা হয় ঘটনাস্থলেই৷ কিন্তু তাতে কোনও ফল না মেলায় দ্রুত পার্শ্ববর্তী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নিয়ে যাওয়া হয় ওই তরুণ ক্রিকেটারকে৷ সেখানেই দেবব্রতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের অনুমান ঠিক পৌনে ২টো নাগাদ মৃত্যু হয় দেবব্রতর৷

[শচীনের উদ্যোগে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো, বরাদ্দ ১,১০০ কোটি]

দেবব্রত হুগলির শ্রীরামপুরের ভট্টাচার্য লেনের বাসিন্দা৷ বিকম তৃতীয় বর্ষের ছাত্র তিনি৷ বেশ কিছুদিন ধরেই ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ নিতেন৷ সেইমত রবিবারও আসেন অনুশীলনে৷ কিন্তু সেখানেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা৷ খবর পাওয়ামাত্র শোকে ভেঙে পড়েন তাঁর বাবা দীপক কুমার পাল৷ গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া৷ ঘটনার পর থেকে শোকের আবহে গোটা ক্লাব চত্বরও৷ সতীর্থরা জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে বেশ প্রতিভাবান ছিলেন দেবব্রত৷

The post অনুশীলন চলাকালীন বজ্রপাতে মৃত্যু তরুণ ক্রিকেটারের, শোকের ছায়া ক্রীড়ামহলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement