সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) বিরুদ্ধে এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন তরুণ কুস্তিগিররা। যদিও এই বিষয়টিকে ব্রিজভূষণ শরণ সিংয়ের ষড়যন্ত্র বলেই মনে করছেন সাক্ষী মালিক। অলিম্পিক পদকজয়ী কুস্তিগির জানান, তাঁর পরিবারকেও খুনের হুমকি দিচ্ছেন ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh)। সোশাল মিডিয়াতেও তাঁকে লাগাতার হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন সাক্ষী।
বুধবার দেশজুড়ে প্রতিবাদে শামিল হন তরুণ কুস্তিগিররা। মূলত তিন পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই তাঁদের এই প্রতিবাদ। তরুণ কুস্তিগিরদের দাবি, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন দুই তারকা। ফেডারেশনের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার ফলে আখেরে তরুণ কুস্তিগিরদের সমস্যা বাড়ছে। যদিও গোটা প্রতিবাদকে ব্রিজভূষণের মস্তিষ্কপ্রসূত বলে তোপ দেগেছেন সাক্ষী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ব্রিজভূষণের একটা আইটি সেল রয়েছে সেখান থেকেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সোশাল মিডিয়ায়। প্রথম থেকেই আমাদের আন্দোলন চলাকালীন অনেক নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিজভূষণ।”
[আরও পড়ুন: ১১ বলে গেল ছয় উইকেট, দক্ষিণ আফ্রিকার পরে কেপটাউনে ব্যাটিং বিপর্যয় ভারতেরও]
পাশাপাশি সাক্ষীর অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য অবসর নেওয়া কুস্তিগির বলেন, “গত তিনদিন ধরে ব্রিজভূষণের গুণ্ডারা আমাদের ভয় দেখাচ্ছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমার মাকে। লোকে আমার বাড়িতে ফোন করে ভয় দেখাচ্ছে, আমাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। সোশাল মিডিয়াতেও অনেকেই হেনস্তা করছেন।”
সাক্ষীর মতে, “সরকার আমাদের অভিভাবক। তাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে।” যদিও কুস্তিগিরের মতে, কুস্তি ফেডারেশনের নবগঠিত কমিটি নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। কেবল সঞ্জয় সিং যেন ফেডারেশনের কাজে হস্তক্ষেপ না করেন, সেটাই নিশ্চিত করতে হবে সরকারকে।