shono
Advertisement

Breaking News

বাটখারার পরিমাপে পরিবর্তন, বদলে যাচ্ছে আপনার ওজনও!

ব্যাপারটা কী? The post বাটখারার পরিমাপে পরিবর্তন, বদলে যাচ্ছে আপনার ওজনও! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:07 PM Nov 18, 2018Updated: 09:21 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার ওজন কত? এই সহজ প্রশ্নের সহজ উত্তর আপনি সহজেই দিয়ে দেবেন। হয়তো আপনার ওজন ৬৫ কেজি। সহজেই বলে দেবেন ৬৫ কেজি। কিন্তু জানেন কি, আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যে উত্তরটি দিলেন সেটি ভুল? আপনি বলবেন, কী বলছেন মশাই আমি তো সেদিনই ওজন করালাম, তাহলে ভুল কী করে হবে? না, আপনার ওজন করানোতে কোনও ভুল নেই, কিংবা আপনার জানাতেও কোনও ভুল নেই। গলদটা গোড়াতেই। আসলে আপনার অলক্ষ্যে বদলে গিয়েছে ওজনের এককটিই। ভাবছেন, কী ভুলভাল কথা, ভর মাপার ওজন গ্রাম বা কিলোগ্রাম এত সকলেই জানে।

Advertisement

[মহাকাশ থেকে কেমন দেখতে স্ট্যাচু অফ ইউনিটি? ছবিতেই দেখুন]

না, আর ভনিতা না করে একটু খোলসা করে বলা যাক। আসলে এতদিন ধরে ভর পরিমাপের যে এককটি আমরা ব্যবহার করছিলাম সেই এককটির ওজনেই পরিবর্তন এসেছে। হ্যাঁ, ভর মাপার জন্য যে কিলোগ্রাম বাটখারাটি ব্যবহার করা হয়, সেটি আর সঠিক নয়। ব্যাপারটা কী? আসলে ভর মাপার স্ট্যান্ডার্ড একক হিসেবে ভার্সেই শহরের একটি ল্যাবরেটরিতে একটি ধাতব বস্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। সেই ধাতব বস্তুটির ওজনকেই প্রমাণ ১ কেজি ধরে নিয়ে তৈরি করা হয় যাবতীয় বাটখারা। ধাতব বস্তুটি আসলে প্ল্যাটিনাম এবং ইরিডিয়ামের শংকর। বস্তুটিকে একটি জারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে কোনওরকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এর ওজন কমে বা বেড়ে না যায়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সংরক্ষিত ওই শংকর ধাতুটিরও কালক্রমে ওজন কমেছে। না, বিশেষ উল্লেখযোগ্য কিছু নয়, ১৮৮৯ সাল থেকে এখনও পর্যন্ত ধাতব বস্তুটির ওজন কমেছে ৫০ মাইক্রোগ্রাম। যা নেহাতই নগণ্য। দৈনন্দিন জীবনে এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু তাতে কী। বিজ্ঞানীরা চাইছেন, ওজনের পরিমাপ এক্কেবারে নিখুঁত হোক। ৫০ মাইক্রোগ্রামই বা কম কেন হবে?

তাই প্যারিসে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজারসের ২৬তম সম্মেলনে বিজ্ঞানীরা ভোটাভুটি করে ওজনের ওই এককটি বাতিল করে দিয়েছেন। অর্থাৎ, প্ল্যাটিনাম-ইরিডিয়ামের শংকর ধাতুর টুকরোটি (যার পোশাকি নাম ‘ল্য গ্রঁদ কে’ বা ‘বিগ কে’) আর এক কিলোগ্রামের প্রমাণ পরিমাপ নয়। এখন থেকে এক কিলোগ্রামের প্রমাণ পরিমাপ হিসেবে ধরা হবে, ম্যাক্স প্ল্যাংকের ধ্রুবককে। উল্লেখ্য, এটি কোনও পদার্থ নয়, একটি গাণিতিক সংখ্যামাত্র। অর্থাৎ, এই সংখ্যাটির আর পরিবর্তন হওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা বলছেন, “ফরাসি বিপ্লবের পর ওজন পরিমাপ জগতের এই বিপ্লবই বৃহত্তম বিপ্লব।” শুধু ওজনের নয়, একক বদলেছে আরও একাধিক বস্তুর।

[২৫ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাবে নাসা!]

যায় হোক, এত জটিলতায় গিয়ে তো আমার আপনার কাজ নেই, মোদ্দা কথা হল ওজনের এককটি পালটেছে। কিন্তু বাস্তবক্ষেত্রে এর কী প্রভাব পড়বে? প্রশ্ন তো উঠতেই পারে। উত্তর, কোনও প্রভাবই পড়বে না। কারণ, যে পরিবর্তনটি করা হয়েছে তা অতি নগণ্য। শুধু, নাম কা ওয়াস্তেও বলা চলে।

The post বাটখারার পরিমাপে পরিবর্তন, বদলে যাচ্ছে আপনার ওজনও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার