shono
Advertisement

ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে সহবাস ও আর্থিক প্রতারণা! সঙ্গীর বিরুদ্ধে থানায় সমকামী যুবক

টাকা ফেরত চাইলে ওই যুবককে মারধর করা হয় বলেই অভিযোগ।
Posted: 09:20 AM Nov 09, 2023Updated: 09:53 AM Nov 09, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন। প্রয়োজনে সঙ্গীর হাতে টাকাপয়সা কিংবা সোনার চেন তুলে দিতেই পিছপা হননি। ১০ বছর পর সম্পর্ক অস্বীকার! প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও আর্থিক প্রতারণার অভিযোগে এবার বাধ্য হয়ে নিজের সঙ্গীর বিরুদ্ধে থানায় সমকামী যুবক। নবদ্বীপের ঘটনার তদন্তে পুলিশ। অভিযোগ দায়েরর পর থেকে খোঁজ নেই অভিযুক্ত যুবকের।

Advertisement

নদিয়ার চাপড়ার বাসিন্দা ওই যুবক দীর্ঘ ১৫ বছর ধরে নবদ্বীপের একটি মঠে বসবাস করতেন। সেই সময় সোমনাথ পাল নামে নবদ্বীপেরই এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে দুজনের বন্ধুত্ব তৈরি হয়। ধীরে ধীরে তৈরি হয় আরও ঘনিষ্ঠতা। ওই যুবকের দাবি, সোমনাথের সঙ্গে শারীরিক সম্পর্কও তৈরি হয় তাঁর। দুজনে একসঙ্গে ঘর বাঁধবেন বলেও স্থির করেন। আর এই প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে একাধিকবার টাকাপয়সাও নেওয়া হয় বলেও দাবি।

[আরও পড়ুন: মামাকে ‘খুন’ করেছে অধিকারী পরিবার! বিস্ফোরক দাবি শুভেন্দুর ভাইয়ের]

অভিযুক্ত সোমনাথ পাল ভিনরাজ্যে কর্মরত। তবে প্রায়ই নিজের বাড়িতে ছুটিতে আসার সময় আগে ওই সন্ন্যাসীর ভাড়া বাড়িতে যেত সে। ওই যুবকের অভিযোগ, মারধরও করা হত তাঁকে। জখম অবস্থায় একাধিকবার কলকাতায় চিকিৎসা করাতে আসতে হয়েছে বলেও দাবি। নির্যাতিতর আরও দাবি, একসঙ্গে ঘর বাঁধার কথা বললে তাঁকে আরও অত্যাচার করতে থাকে। সম্প্রতি সোমনাথ মায়াপুরে অন্য এক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বলেও অভিযোগ। ইতিমধ্যেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রাজ্যের মেডিক্যাল কলেজ থেকে ‘দেহ পাচার’! বেআইনি কঙ্কাল কারবারের যোগ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার