shono
Advertisement
Uluberia

ভোটের বাংলায় ফের খুনোখুনি! বাইকের আওয়াজ ঘিরে সমস্যা, যুবককে কুপিয়ে 'খুন'

খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয়দের।
Posted: 09:53 AM Apr 12, 2024Updated: 09:53 AM Apr 12, 2024

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ভোটের বাংলায় ফের খুনোখুনি! এবার প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া থানার চেঙ্গাইল এলাকায়। যদিও খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয়দের।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাইকের আওয়াজ নিয়ে অশান্তির সূত্রপাত। রাতে চেঙ্গাইল এলাকায় কলতলায় বসে আড্ডা মারছিলেন কয়েকজন যুবক। সেখান থেকে আরেকটি দল বাইকে করে যাওয়ার সময় কর্কশ শব্দে বাইকের হর্ন দেন। তারই প্রতিবাদ জানিয়েছিলেন সেখানে আড্ডারত স্থানীয়রা। এনিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। এর পর স্থানীয়রা দুপক্ষকেই নিরস্ত্র করে। তখনের মতো অশান্তি মিটে যায়। কিন্তু রাত বারতেই ফের বাইক আরোহীদের খোঁজে বের হয় তাঁরা।

[আরও পড়ুন: হরিয়ানায় স্কুলবাস দুর্ঘটনায় গ্রেপ্তার প্রিন্সিপাল-সহ ৩, ইদের দিনে ছুটি নেই কেন, উঠছে প্রশ্ন]

বাইক আরোহীকে না পেয়ে তাঁর ভাই বাপন মান্নার খোঁজ পায়। অভিযোগ, ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার অভিযোগ দায়ের করছে উলুবেড়িয়া থানায়। এদিকে পলাতকদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে খড়গপুরে এক যুবকের মৃত্যু হয়েছিল। যদিও সেই কাণ্ডের সঙ্গে রাজনীতির যোগ ছিল বলেই দাবি করেছিল পরিবার। 

[আরও পড়ুন: মেট্রোয় ‘অশ্লীল’ রিল! অবশেষে ২ তরুণীকে গ্রেপ্তার দিল্লি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের বাংলায় ফের খুনোখুনি!
  • এবার প্রাণ গেল এক যুবকের।
  • খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয়দের।
Advertisement