shono
Advertisement

মালদহে মদ্যপানের আসরে প্রতিবেশীদের বচসা, ৪ জনকে ধারাল অস্ত্রের কোপ, মৃত ১

জখম আরও ৩।
Posted: 10:54 AM Nov 06, 2022Updated: 10:56 AM Nov 06, 2022

বাবুল হক, মালদহ: ফের প্রতিবেশীদের ঝামেলায় মৃত্যু। সরশুনার ভয়াবহ হামলার ঘটনার পুনরাবৃত্তি ঘটল মালদহের (Maldah) ইংরেজবাজারে। ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় দুই প্রতিবেশীর সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত আরও তিনজন। আহতরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম সানিরুল শেখ, বয়স ২৪ বছর। আহতরা হলেন আলম শেখ, হাসিবুল শেখ,ও আবলু শেখ। প্রত্যেকেরই বাড়ি মহদিপুরের বড় মসজিদ পাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

[আরও পড়ুন: পঞ্চায়েতের সঙ্গে হবে বেশ কয়েকটি পুরসভার ভোটও, জানিয়ে রাখলেন ফিরহাদ]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে লিচুপাড়া এলাকায় আমবাগানে বসে মদ্যপান করছিলেন সকলে। সেই সময়ই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি পৌঁছে যায় হাতহাতিতে। একে অপরকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তাঁদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা।

তড়িঘড়ি সকলকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় একজনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। 

[আরও পড়ুন: কেন কমছে না সবজির দাম? বাজারদরে লাগাম দিতে আগামী সপ্তাহে বৈঠকে মুখ্যমন্ত্রী]

 

প্রসঙ্গত, শনিবার দিনেদুপুরে কলকাতার রাস্তায় ৭ জনকে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারা হয়। সরশুনার রাখাল মুখার্জি রোডে একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে তিন প্রতিবেশীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। তখনই দোকান খেকে ধারাল অস্ত্র বের করে স্থানীয় বাসিন্দাদের পরপর কোপ মারতে শুরু করে অভিযুক্ত। তবে এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি। মালদহে বিবাদ গড়াল খুন অবধি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার