shono
Advertisement

সাড়ে চার বছরের শিশুর উপর ‘অ্যাসিড হামলা’, প্রতিবেশী যুবককে বেধড়ক মার স্থানীয়দের

ওই শিশুটি বর্তমানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি।
Posted: 07:20 PM Mar 13, 2022Updated: 07:20 PM Mar 13, 2022

অর্ণব দাস, বারাসত: কেউ বলছে অ্যাসিড হামলা। আবার কারও দাবি গরম জল ছোঁড়া হয়েছে। সাড়ে চার বছরের শিশুর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের শ্যামনগর নিরঞ্জন সেন পল্লিতে। ওই শিশুটি বর্তমানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি।

Advertisement

রবিবার ঘড়ির কাঁটায় তখন দুপুর একটা। বাড়ির কুয়োর পাশে খেলা করছিল শিশুটি। অভিযোগ, সেই সময় প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত ওরফে মনকা তাঁর বাড়ির ছাদ থেকে শিশুর উপর হামলা চালায়। কারও দাবি, সে শিশুর উপর অ্যাসিড হামলা করেছে। আবার কারও দাবি, শিশুর গায়ে গরম জল ছুঁড়ে দিয়েছে। শিশুটি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। আক্রান্ত শিশুকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে।

[আরও পড়ুন: যুদ্ধের আবহেও ছাড়েননি দেশ, মায়ের ওষুধ আনতে গিয়ে রুশ গোলায় ছিন্নভিন্ন তরুণী]

সন্তানকে ছটফট করতে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি তার মা টুম্পা সরকার। প্রায় সঙ্গে সঙ্গেই বাঁশ হাতে অভিযুক্ত বিপ্লবের দিকে দৌঁড়ে যান। মারধরও করেন। স্থানীয় বাসিন্দারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। জনতা বিপ্লবকে স্থানীয় ক্লাবে আটকে রাখে। বেধড়ক মারধর করে।

উল্লেখ্য, মাসতিনেক আগে ওই শিশুর মায়ের উপরেও অ্যাসিড হামলা করে অভিযুক্ত। যদিও শিশুর মা এবং খুদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা ওই যুবক এবং তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ভোপাল থেকে গ্রেপ্তার ৬ সন্ত্রাসবাদী, উদ্ধার বিস্ফোরক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement