shono
Advertisement
Yuvraj Singh

'মজার মানুষ, সেই সঙ্গে বিচক্ষণ অধিনায়ক', রোহিতের হাতে বিশ্বকাপ দেখতে চান যুবি

রোহিতের অন্যতম প্রিয় বন্ধু যুবি। ভারত অধিনায়ক সম্পর্কে উচ্ছ্বসিত ২০১১ বিশ্বকাপের নায়ক।
Posted: 02:23 PM May 07, 2024Updated: 03:42 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) প্রিয় বন্ধু তিনি। দুজনে একসঙ্গে থাকা মানেই আড্ডা, হাসিঠাট্টা আর হাসতে হাসতে গড়িয়ে পড়া।
বন্ধু রোহিত সম্পর্কে তিনি বলছেন, ''ভেরি পুওর ইংলিশ। তবে খুব মজার মানুষ। ওর পিছনে আমরা খুব লাগতাম।''
বন্ধুর হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। 
তিনি যুবরাজ সিং (Yuvraj Singh)। ২০১১ বিশ্বকাপের নায়ক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেরও নায়ক তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যুবরাজ সিং। মায়ামিতে বিশ্বকাপের প্রচারমূলক কাজে ব্যস্ত পাঞ্জাবতনয়। কাজের ফাঁকেই যুবি বলছেন, ''অধিনায়ক রোহিতের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। আমাদের একজন ভালো অধিনায়কের দরকার। বিচক্ষণ এক অধিনায়ক যে প্রবল চাপের মুখেও সিদ্ধান্ত নিতে পারে। রোহিত শর্মা সেই সিদ্ধান্ত নিতে দক্ষ।'' 

Advertisement

[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]


পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড ছিল। টুর্নামেন্টে আগাগোড়া দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত। কিন্তু ফাইনালে হৃদয় ভাঙার কাহিনি লেখা হয় আহমেদাবাদে। যুবরাজ বলছেন, ''২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মাই অধিনায়ক ছিল। পাঁচবার আইপিএল খেতাব জিতেছে রোহিত। রোহিতের মতো একজনকে ক্যাপ্টেন হিসেবে দরকার আমাদের।'' 


২০০৭ সালে আয়ারল্যান্ড সফরে দেশের হয়ে অভিষেক ঘটেছিল রোহিতের। সেই সময়ে যুবি প্রতিষ্ঠিত। সাদা বলের ক্রিকেটে যুবরাজ গুরুত্বপূর্ণ সদস্য। তার পরে সময় যত গড়িয়েছে, রোহিত ও যুবির বন্ধুত্ব ততই গাঢ় হয়েছে। যুবি বলছেন, ''রোহিত খুব হৃদয়বান একজন মানুষ। সাফল্য পেলেও এতটুকুও বদলায়নি। এটাই রোহিত শর্মার বৈশিষ্ট্য। মজা করতে ভালোবাসে। বন্ধুদের সঙ্গে মজা করে। খেলার মাঠে দুর্দান্ত একজন নেতা। ক্রিকেটে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। আমি বিশ্বকাপ হাতে যুবরাজ সিংকে দেখতে চাই। অধিনায়ক হিসেবে মেডাল হাতেও ওকে দেখতে চাইব। সত্যি সত্যি এটা ওর প্রাপ্য।''

[আরও পড়ুন: হতাশায় ঝুঁকে কাঁধ, কাঁদছেন রোহিত! কী এমন হল? ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত শর্মার (Rohit Sharma) প্রিয় বন্ধু তিনি।
  • দুজনে একসঙ্গে থাকা মানেই আড্ডা, হাসিঠাট্টা আর হাসতে হাসতে গড়িয়ে পড়া।
  • বন্ধু রোহিত সম্পর্কে তিনি বলছেন, ''ভেরি পুওর ইংলিশ। তবে খুব মজার মানুষ। ওর পিছনে আমরা খুব লাগতাম।''
Advertisement