সব্যসাচী বাগচী: প্রায় ১৪ মাস পর জাতীয় টি-২০ দলে কামব্যাক করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকা ২০ ওভারের দলে কামব্যাক করতেই ক্রিকেট মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবার মনে একটাই প্রশ্ন, বিরাট-রোহিতকে খেলানোর জন্য টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) দলের ব্যালান্স বিগড়ে যাবে না তো? আগামী জুন টি-২০ বিশ্বকাপ। দুই মহাতারকার জুনিয়ররা বঞ্চিত হবেন না তো? কলকাতায় এসে মজার জবাব দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)।
‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’ -এর উদ্বোধনে এসেছিলেন ২০১১ সালের বিশ্বকপ জয়ের নায়ক। সাংবাদিক বৈঠকে বিরাট ও রোহিতের টি-২০ বিশ্বকাপের দলে খেলা নিয়ে প্রশ্ন করা হলে মজা করে তিনি বলেন, “কুছ তো লোগ কহেঙ্গে। লোগো কা কাম হ্যায় কহেনা। ওরা দুজন প্রায় দেড় বছর পর টি-২০ দলে কামব্যাক করেছে। কারণ ওরা দুজন তিন ফরম্যাটেই খেলে। তিন ফরম্যাট খেললে ক্রিকেটার ক্লান্ত হয়ে যায়। তাছাড়া আমার মনে হয় বিরাট ও রোহিত জানে যে কীভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হয়।”
[আরও পড়ুন: অঘটন ঘটাতেই পারেন সুনীলরা, স্টিমাচের ভারতকে নিয়ে আশাবাদী বাইচুং]
কিন্তু এর পরেও থেকে যাচ্ছে প্রশ্ন। ২০ ওভারের বিশ্ব যুদ্ধের মাঝে ভারতীয় দলের হাতে আর বাকি দুটি ম্যাচ। তাও আফগানিস্তানের মতো বিপক্ষের বিরুদ্ধে। এত কম প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে সাফল্য পাওয়া সম্ভব? যুবরাজের প্রতিক্রিয়া, “সামনেই তো আইপিএল। কোনও সমস্যা হবে না।” তবে যুবি যাই মনে করুন, খোদ রোহিত আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এই ইস্যু নিয়ে চিন্তাপ্রকাশ করেছিলেন। সেটা শুনে যুবরাজ ফের যোগ করেন, “এটা রোহিতের বক্তব্য। অধিনায়কের মতামতকে সম্মান জানাই। সিনিয়র ক্রিকেটাররা আইপিএল থেকেই নিজেদের অনুশীলন সেরে নিতে পারেন। তবে আমার ধারণা বিশ্বকাপের আগে কম আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য জুনিয়রদের সমস্যা হতে পারে।”
এদিকে ২০১৩ সালের পর থেকে ভারতের ঝুলিতে আইসিসি ট্রফি অধরা। এর মধ্যে একাধিকবার ফাইনালে গিয়ে হারতে হয়েছে।
যুবরাজ মনে করেন স্কিল নয়, ভারতীয় দল মানসিক সমস্যায় ভুগছে। প্রাক্তন তারকা অলরাউন্ডার ফের বলেন, “আমিও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সদস্য ছিলাম। আমার মতে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্কিলের অভাব নেই। বড় মঞ্চে পারফর্ম করার মানসিক সমস্যা গ্রাস করছে। এবং বছরের পর বছর ধরে এটা চলে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। আগামী কয়েক বছর চ্যালেঞ্জ আরও বাড়বে। তাই টিম ম্যানেজমেন্টের এই ইস্যু নিয়ে ভাবনাচিন্তা করা উচিত।”