সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। সেখানে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তারপরেই অন্য দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন তারকা লেগস্পিনার। জানা গিয়েছে, ইংল্যান্ডে (England) কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন তিনি। আসন্ন মরশুমে কেন্টের হয়ে খেলবেন ভারতীয় স্পিনার।
দিন কয়েক আগেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল। কিন্তু বেশ ভাল পারফর্ম করা সত্ত্বেও বিশ্বকাপের দলে নেই চাহাল। তাঁর বাদ পড়া নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। তারপরেই জানা গেল, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট (County Cricket) খেলতে যাচ্ছেন লেগস্পিনার।
[আরও পড়ুন: কিংস কাপে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে নামছে ভারত, ইতিহাস বদলানোর ইঙ্গিত স্টিমাচের]
প্রথমবার কাউন্টি খেলতে চলেছেন ভারতীয় লেগস্পিনার। আপাতত কাউন্টি লিগে তিনটি ম্যাচ বাকি রয়েছে কেন্টের। সেই ম্যাচের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন চাহাল। কাউন্টি খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত চাহাল বলেন, “এটা একেবারে নতুন চ্যালেঞ্জ আমার জন্য। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে মুখিয়ে রয়েছি।”
চাহালকে সই করিয়ে বেশ খুশি কেন্ট কর্তৃপক্ষ। দলের তরফে বলা হয়েছে, বাকি থাকা তিনটি ম্যাচের জন্য দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পাওয়া যাবে না। তাঁদের অভাব পূরণ করতে চাহালকে সই করানো হয়েছে। দলে নতুন সদস্যকে পেয়ে বেশ খুশি কেন্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকায় চাহাল দলের শক্তি আরও বাড়াবেন বলেই মনে করছে কেন্ট।