সুকুমার সরকার, ঢাকা: বেশ কিছুদিন ধরেই ভারতের বিরুদ্ধে তোপ দাগার জন্য বাংলাদেশে বেশ নাম কামিয়েছেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরি। এবার ভারত বিরোধী শক্তিগুলির প্রশংসা কুড়োনোর জন্য সোজাসুজি প্রণব মুখ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে কেন রাষ্ট্রীয় শোক পালন করা হল তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তীব্র আক্রমণ করলেন।
শনিবার প্রেস ক্লাবে ‘জাতীয় স্মরণ মঞ্চ’ -এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদের স্মৃতিতে একটি নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য আওয়ামি লিগের প্রবল সমালোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরি (Zafrullah Chowdhury) । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ভারতে কখনও রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। আর কতটা পা চাটবেন? আমি বারে বারে বলেছি দেশের বিভিন্ন সমস্যা ভারতের সৃষ্টি। কোনও না কোনও সময় তো পরিবর্তন হবে, তখন আপনাদের ভুল শাসনের দুঃশাসনের বিচার হলে আপনাদের কত বছরের সাজা হবে?’
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নয়া রাস্তা, গোমতী নদীপথে শুরু পণ্য পরিবহণ ]
এরপরই বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভারতীয়দের সাহায্য নিয়ে বিএনপি (BNP) কখনও ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসবে জনগণের সমর্থন নিয়ে। তরুণদের দিয়ে দলের কাউন্সিল করান। তারা মার খেয়েছে, তারা রাস্তায় দাঁড়াবে। তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে। এখন খালেদা জিয়ার অবশ্যই কথা বলতে হবে। হাই কোর্ট ঘেরাও দিতে হবে। অন্যদের জামিন হয়, ফাঁসির আসামিরও জামিন হয়, খালেদা জিয়ার জামিন হয় না। আজকে দেশবাসী চায় আমরা রাস্তায় দাঁড়াই। আমাদের দেখলে দেশের মানুষ প্রথম দিন, দ্বিতীয় দিন না আসলেও তৃতীয় দিন ঠিকই আমাদের পাশে এসে দাঁড়াবে।’
কক্সবাজারের টেকনাফে মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মহম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘সিনহা হত্যাকাণ্ড কি ওসি প্রদীপের ঘটনা? না এর সঙ্গেও মোসাদ যুক্ত আছে? এই হত্যাকাণ্ডে ভারত ও ইজরাইলের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে।’
[আরও পড়ুন: ৩ মেয়ের পর ছেলে হওয়ার আশা মিটল দম্পতির, একসঙ্গে ৩ পুত্রের জন্ম দিলেন মহিলা]
The post প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জের, হাসিনাকে কটাক্ষ বিএনপি নেতার appeared first on Sangbad Pratidin.