shono
Advertisement
India Cricket Team

'অতিরিক্ত পরীক্ষায় দলে ভয়ের পরিবেশ তৈরি হবে', গম্ভীরকে সতর্কবার্তা জাহির খানের

ভারতের বোলিং কোচ হিসেবে বিসিসিআই জাহির খানকে চাইলেও গম্ভীর তাতে রাজি হননি। 
Published By: Arpan DasPosted: 11:36 AM Feb 11, 2025Updated: 11:36 AM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতা ঝেড়ে ওয়ানডেতে ফর্মে ফিরেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বাড়তি অক্সিজেন দিচ্ছে গম্ভীর বাহিনীকে। তবে একটি বিষয়ে এখনও অখুশি প্রাক্তনরা। যা হল, দলের মধ্যে অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা। এবার সেই বিষয়ে মুখ খুললেন জাহির খানও। তাঁর মতে, এত পরীক্ষায় দলের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হবে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। কিন্তু সেখানে প্রথম ম্যাচে ওপেন করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তিনে নামেন শুভমান গিল। আবার দ্বিতীয় ম্যাচে প্রথমে আসেন রোহিত ও শুভমান। তিনে বিরাট। দুটি ম্যাচেই কেএল রাহুলের আগে পাঠানো হয়েছে অক্ষর প্যাটেল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কুলদীপকে 'বিশ্রাম' দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়।

সেটা মানতে পারছেন না জাহির খান। ২০১১-র বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী পেসার বলছেন, "আপনি বলতেই পারেন, দলের মধ্যে সব জায়গায় খেলার মতো বিকল্প প্লেয়ার আছে। প্রথম দুজনের জায়গা পাকা। অন্য জায়গাগুলো নিয়ে পরীক্ষা চলবে। কিন্তু তারও কিছু নিয়মকানুন রয়েছে। দলের মধ্যে যেন এই নিয়ে স্পষ্ট কথাবার্তা হয়। নাহলে একটা নিরাপত্তাহীনতা তৈরি হবে। আর সেটা একসময় দলেরই বিপক্ষে যাবে। সেটা ক্ষতিকারক। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। ফলে সেই পরিস্থিতি যাতে না আসে, তার জন্য তৈরি থাকা উচিত।"

এখানেই থামেননি তিনি। জাহির জানিয়ে দিচ্ছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কী? প্রাক্তন তারকা বলছেন, "বর্তমানে পরিস্থিতি যথেষ্ট জটিল। বিশেষ করে যদি আপনি রাহুল দ্রাবিড় ও গম্ভীরের দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখেন। কোনটা ভালো, কোনটা খারাপ, সেই প্রসঙ্গে যাচ্ছি না। আসল প্রশ্ন হল, প্লেয়াররা এর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা? সেটা দেখার দায়িত্ব সিনিয়র প্লেয়ার, ম্যানেজমেন্ট, নির্বাচক, কোচ সবারই। সেই হিসেবে দলের কাজকর্ম একটা স্পষ্ট নিয়মের মধ্যে আসা উচিত।" উল্লেখ্য, ভারতের বোলিং কোচ হিসেবে বিসিসিআই জাহির খানকে চাইলেও গম্ভীর তাতে রাজি হননি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতা ঝেড়ে ওয়ানডেতে ফর্মে ফিরেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বাড়তি অক্সিজেন দিচ্ছে গম্ভীর বাহিনীকে।
  • তবে একটি বিষয়ে এখনও অখুশি প্রাক্তনরা। যা হল, দলের মধ্যে অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা।
  • এবার সেই বিষয়ে মুখ খুললেন জাহির খানও। তাঁর মতে, এত পরীক্ষায় দলের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হবে।
Advertisement