দরজায় কড়া নাড়ছে ফেব্রুয়ারি। আর এই মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৬ সালের এই প্রথম গ্রহণ বেশ কিছু রাশির জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য এই সময়টি হতে পারে অত্যন্ত উদ্বেগজনক।
প্রতীকী ছবি
কবে এবং কখন এই গ্রহণ?
আগামী ১৭ ফেব্রুয়ারি, ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে এই বলয়াকার সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে, গ্রহণ শুরু হবে বিকেল ৩টে ২৬ মিনিটে এবং শেষ হবে রাত ৮টায়। অ্যান্টার্কটিকা ও আফ্রিকার কিছু অংশ থেকে এই দৃশ্য দেখা গেলেও ভারতে এটি দৃশ্যমান হবে না। ফলে ধর্মীয়ভাবে ‘সূতক কাল’ পালন না হলেও জ্যোতিষতাত্ত্বিক প্রভাব এড়ানো যাবে না।
কুম্ভ রাশিতে গ্রহণ, বিপদ ঘনিয়ে আসছে?
এবারের গ্রহণ মূলত কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে সংঘটিত হচ্ছে। ফলে এই রাশির জাতকদের জন্য সময়টি মোটেও সুখকর নয়। মানসিকভাবে বিভ্রান্তি এবং হঠকারী সিদ্ধান্তের কারণে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা।
কাদের জন্য দুঃসময়?
জ্যোতিষীদের মতে, চার রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে।
সিংহ রাশি: সম্পর্কে ভাঙন। দাম্পত্য কলহ চরমে উঠতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি: কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পারিবারিক সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে। আত্মীয় বা পরিবারের কোনও সদস্যের অসুস্থতা মানসিক দুশ্চিন্তা বাড়াবে।
প্রতীকী ছবি
কুম্ভ রাশি: যেকোনও কাজেই ব্যর্থ হওয়ার সম্ভাবনা। মানসিক চাপ ও বিভ্রান্তি বাড়বে। হাতে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে।
মকর রাশি: আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। জলের মতো অর্থ ব্যয় হতে পারে। বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ না নিলে বড় বিপদে পড়ার যোগ রয়েছে।
সাবধানতা ও প্রতিকার
এই অশুভ প্রভাব কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলাই ভালো। গ্রহের এই ফের থেকে বাঁচতে দান-ধ্যান এবং আধ্যাত্মিক মনস্ক হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামান্য অসতর্কতা কিন্তু এই সময়ে ভয়ঙ্কর প্যাঁচে ফেলতে পারে সাধারণ মানুষকে।
