shono
Advertisement

Breaking News

Ajker Rashifal

১৩ অক্টোবর রাশিফল: পুরনো বিবাদ মিটবে মিথুন রাশির! দিনটা কেমন কাটবে বাকিদের?

জেনে নিন আজকের রাশিফল।
Published By: Subhankar PatraPosted: 12:00 AM Oct 13, 2025Updated: 12:22 PM Oct 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।

Advertisement

মেষ রাশি: আজকের দিনটি সাবধানে কাটান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দু'বার ভাবুন। মাঝে মাঝে নীরবতা সেরা উত্তর তা বুঝতে শিখুন। আত্মবিশ্বাসী হন। স্বাস্থ্য ভালোই থাকবে। অতিরিক্ত অর্থ খরচ করবেন না।

বৃষ রাশি: আজকে ধৈর্য ধরুন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। কোনও কাজ আটকে থাকলে হতাশ হবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। অর্থনৈতিক দিক ঠিকই থাকবে।

মিথুন রাশি: আজকে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের রায় আপনার দিকে যেতে পারে। অযথা চাপ নেবেন না। সঙ্গীর সঙ্গে সময় কাটান। পারিবারিক সম্পর্কে উন্নতি হবে। 

কর্কট রাশি: অযথা আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য ভালোই থাকবে। তবে অতিরিক্ত অর্থ খরচ সমস্যার কারণ হতে পারে। দিনের শেষে একান্তে সময় কাটান।

সিংহ রাশি: নিজের মনের কথা শুনুন। ত্যাগ করতে শিখুন। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। আজকের দিনে শান্ত থাকুন। অযথা চাপ শরীরের উপর প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে সাবধান থাকুন।

কন্যা রাশি: নিজের উপর বিশ্বাস রাখুন। দ্বিধা ত্যাগ করে পদক্ষেপ নিন। কেউ হয়তো আপনার সমর্থন বা পরামর্শ চাইতে পারে। কর্মক্ষেত্রে ভালোই যাবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। 

তুলা রাশি: আজকে স্পষ্ট কথা বলতে ভয় পাবেন না। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

বৃশ্চিক রাশি: অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। কাজে মনোনিবেশ করুন। প্রচেষ্টা থামাবেন না। ভালো খবর আসতে পারে। দিনের শেষে কিছুটা শুধুমাত্র নিজের জন্য রাখুন।

ধনু রাশি: অপ্রত্যাশিত কোনও জায়গা থেকে ভালো খবর পেতে পারেন। নিজের লক্ষ্যে এগিয়ে যান। সাফল্য আসবে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে।

মকর রাশি: অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের বিদ‌্যালাভে বাধাবিঘ্ন কেটে যাবে। কর্মপ্রার্থীরা নতুন পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন।

কুম্ভ রাশি: কোনও কাজে বাধা পেলে থেমে যান। মানসিকতার পরিবর্তন করুন। অন্যের প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি।

মীন রাশি: চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। ব‌্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগ দিন। স্বাস্থ্য ভালোই থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে।
  • জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
  • কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।
Advertisement