shono
Advertisement
Ajker rashifal

১৫ জানুয়ারি রাশিফল: মকর রাশির পায়ের তলার মাটি শক্ত হবে, কার জন্য চিন্তার দিন আজ?

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker rashifal)।
Published By: Buddhadeb HalderPosted: 12:05 AM Jan 15, 2026Updated: 12:05 AM Jan 15, 2026

আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker rashifal)।

Advertisement

মেষ রাশি: তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে গিয়ে কোনও ভুল করবেন না। আজকে আপনার কাছে অপ্রত্যাশিত সুযোগ আসবে। প্রেমের দিক থেকে দিনটি ভালোই কাটবে। সমাজের উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে আলাপ হতে পারে। সমস্ত সুযোগগুলিকে কাজে লাগান।  

বৃষ রাশি: আজকের দিনটি আপনার জীবনে পরিবর্তন আনবে। শান্ত থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করুন। স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনটি ভালোই।

মিথুন রাশি: আজকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। থেমে থাকা কাজগুলি সম্পূর্ণ হতে পারে। সবসময় ভয় পাবেন না। কথাবার্তার ক্ষেত্রে সংযত হোন।

কর্কট রাশি: দিনের কাজ শেষ করে একান্তে সময় কাটান। সাম্প্রতিক কালে কোনও উদ্বেগ তৈরি হলে আজকে তা কেটে যাবে। আবেগে ভেসে যাবেন না। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

সিংহ রাশি: একটি অসাধারণ মুহূর্ত আপনার দিনকে সম্পূর্ণ বদলে দেবে। পরিবারের গুরুজনদের পরামর্শ নিন। কাজের থেকে সামরিক বিরতি নেন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: এমন একজনের সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনার বাড়িতে আনন্দ নিয়ে আসবে। সংসারে শান্তি থাকবে।অতিরিক্ত চিন্তা করবেন না।

তুলা রাশি: পিতামাতার স্বাস্থ্য চিন্তার কারণ হবে। তাড়াহুড়োয় বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান। 

বৃশ্চিক রাশি: আপনি তাৎক্ষণিক ফলাফল আশা করবেন, কিন্তু মনে রাখবেন ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় দিন। স্বাস্থ্যের উপর নজর দিন। সব সময় অন্যদের সন্তুষ্ট করতে যাবেন না।

ধনু রাশি: নিজের স্বাভাবিক গতিতে কাজ করুন। সময় মতো ফল পাবেন। নেশা থেকে দূরে থাকুন। তা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে।

মকর রাশি: আজকের নেওয়া সিদ্ধান্ত আপনাকে পরবর্তীকালে সাহায্য করবে। পায়ের নিচের মাটি আরও শক্তিশালী হবে। কাজে মনোনিবেশ করুন। প্রয়োজনে বিশ্রাম নিন।

কুম্ভ রাশি: অপ্রয়োজনীয় অর্থ ব্যয় এড়িয়ে চলুন। না হলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। আজকের দিনে হৃদয়ের কথা শুনুন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবে।

মীন রাশি: খাওয়া-দাওয়ার উপর নজর দিন। অনেক দিনের সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত চিন্তা করবেন না। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement