গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের গতিপথ নির্ধারণ করে। আকাশের গ্রহ বিন্যাস আগাম আভাস দেয় সাফল্যের কিংবা সতর্ক করে আসন্ন বিপদ থেকে। জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে আজকের দিনটি আপনার কেমন যাবে? আসুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: সপ্তাহের শেষে খরচে রাশ টানুন। নতুন ব্যবসায় নামার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। খেলোয়াড়দের জন্য দিনটি সাফল্যের। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। তবে আর্থিক লেনদেনে বন্ধুর সঙ্গে বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
বৃষ রাশি: শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিভিন্ন সূত্রে বাড়তি অর্থলাভ হতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায়ীদের সঞ্চয় বৃদ্ধি পাবে। তবে অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে যাবেন না। দাম্পত্য জীবন সুখের হবে।
মিথুন রাশি: খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি লাভজনক। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। বাজে খরচ এড়িয়ে চলুন। পারিবারিক সম্পত্তিতে অধিকার বজায় রাখুন। অফিসে মাথা ঠান্ডা রেখে প্রতিকূল পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। সৃজনশীল কাজে উন্নতির যোগ রয়েছে। স্ত্রীর বুদ্ধিতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, নাহলে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
সিংহ রাশি: সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। অনিদ্রা বা স্নায়বিক রোগকে অবহেলা করবেন না। সন্তানের সমস্যা আলোচনায় মেটান। খেলায় সাফল্যের সূত্রে চাকরির সুযোগ মিলতে পারে। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলাই ভালো।
কন্যা রাশি: পেশাগত দিকে দিনটি ভালো কাটবে। ব্যবসায় সাময়িক বাধা থাকলেও দুশ্চিন্তার কারণ নেই। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। নতুন সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য ও সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে।
তুলা রাশি: শিল্পী ও অভিনয় জগতের মানুষদের জন্য শুভ সময়। ভাইবোনের স্বার্থপর আচরণে মনঃকষ্ট হতে পারে। সম্পত্তি রক্ষায় খরচ বাড়বে। তবে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তায় সব জট কেটে যাবে। ক্রোধ বর্জন করলে সাফল্য সুনিশ্চিত।
বৃশ্চিক রাশি: পুরনো কোনও ইচ্ছে পূরণ হতে পারে। ব্যবসায় কঠোর পরিশ্রমের ফল পাবেন। অংশীদারি ব্যবসায় মতভেদ হতে পারে। বিলাসিতার কারণে সাময়িক আর্থিক টান দেখা দিতে পারে। তবে বন্ধুর সাহায্যে পারিবারিক সংকটের সমাধান হবে।
ধনু রাশি: ব্যবসায় আটকে থাকা টাকা আদায়ের সম্ভাবনা। রাজনৈতিক কর্মীদের প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয় কমান। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। শিল্পকলায় বিশেষ স্বীকৃতির যোগ আছে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে বিবাদ এড়িয়ে চলুন।
মকর রাশি: অযথা ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। শর্করা বা রক্তচাপের রোগীরা সাবধান। মাতৃকুল থেকে সম্পত্তি লাভের যোগ রয়েছে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের খবর আসতে পারে। অফিসের বড় কোনও সিদ্ধান্তে অভিজ্ঞদের পরামর্শ নিন। সংসারে আনন্দ ফিরবে।
কুম্ভ রাশি: পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্ম পরিবর্তনের মাধ্যমে উন্নতির সম্ভাবনা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। জলবাহিত রোগ থেকে সতর্ক থাকা প্রয়োজন। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের শুভ দিন।
মীন রাশি: আজ একটু সাবধানে চলাফেরা করুন। গবেষণার কাজে বাধা আসতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ মিলবে। গৃহশান্তি বজায় রাখতে গুরুজনদের কথা মেনে চলুন। নববিবাহিতদের ছোটখাটো সমস্যা মিটে যাবে। শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।
