shono
Advertisement
Zodiac Sign

কুনজর থেকে বাঁচতে কালো কার পরেন? লাভের বদলে এই ৪ রাশির কপালে জুটতে পারে চরম দুর্ভোগ

জ্যোতিষশাস্ত্র মতে, কালো রঙের কার শনিদেব এবং রাহু-কেতুর প্রতীক। এটি কুনজর থেকে রক্ষা করতে বেশ কার্যকর। কিন্তু জানলে অবাক হবেন, সবার জন্য এই কালো কার শুভ নয়।
Published By: Buddhadeb HalderPosted: 05:20 PM Jan 12, 2026Updated: 06:28 PM Jan 12, 2026

কুনজর থেকে বাঁচতে পায়ে কালো কার বা ধাগা পরার চল আজকের নয়। ছোট থেকে বড়— অনেকের পায়েই এখন এই কালো সুতো দেখা যায়। কেউ পরেন বিশ্বাসের টানে, কেউ আবার নিছকই ফ্যাশনের কারণে। জ্যোতিষশাস্ত্র মতে, কালো রঙের কার শনিদেব এবং রাহু-কেতুর প্রতীক। এটি কুনজর থেকে রক্ষা করতে বেশ কার্যকর। কিন্তু জানলে অবাক হবেন, সবার জন্য এই কালো কার শুভ নয়। রাশিচক্রের এমন চারটি রাশি রয়েছে, যাদের পায়ে কালো কার পরলে উন্নতির বদলে ক্ষতির আশঙ্কা থাকে।

Advertisement

জ্যোতিষীদের মতে, এই চার রাশির জাতক-জাতিকাদের জন্য কালো কার হিতে বিপরীত হতে পারে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।

মেষ রাশি: মেষ রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের সঙ্গে শনির বৈরিতার কথা সর্বজনবিদিত। মেষ জাতক-জাতিকারা পায়ে কালো কার পরলে তাঁদের জীবনে মঙ্গলের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে এঁদের অকারণে রাগ বাড়ে। কাজে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে এবং পারিবারিক অশান্তি মাথাচাড়া দেয়।

কর্কট রাশি: কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই রাশির জাতকরা সাধারণত শান্ত ও আবেগপ্রবণ হন। কালো কার পরলে শনির প্রভাবে এঁদের মানসিক অস্থিরতা বেড়ে যায়। আবেগের ওপর নিয়ন্ত্রণ হারান এঁরা। ফলে জীবনে নেমে আসে অশান্তি। তাই কর্কট রাশির জন্য কালো সুতো এড়িয়ে চলাই মঙ্গলের।

সিংহ রাশি: সূর্যের রাশি হল সিংহ। শাস্ত্র মতে, সূর্য ও শনির সম্পর্ক অত্যন্ত তিক্ত। সিংহ রাশির জাতকরা পায়ে কালো কার পরলে তাঁদের পেশাগত জীবনে বাধার সৃষ্টি হয়। মান-সম্মানহানির আশঙ্কাও থাকে প্রবল। সাফল্যের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়ায় এই কালো সুতো।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির ওপরও মঙ্গলের বিশেষ প্রভাব থাকে। এই রাশির জাতকরা কালো কার পরলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অযথা ব্যয় বৃদ্ধি পায় এবং ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জীবনে অশান্তির কালো ছায়া দীর্ঘতর হতে পারে।

জ্যোতিষ মতে, যে কোনও প্রতিকার ব্যবহারের আগে নিজের রাশি ও গ্রহের অবস্থান যাচাই করা জরুরি। শুধুমাত্র হুজুগে বা ফ্যাশনের খাতিরে কালো কার পরলে লাভের চেয়ে লোকসান হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে ওপরের চার রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত আবশ্যক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement