shono
Advertisement
Weekly horoscope

১১ জানুয়ারি-১৭ জানুয়ারি ২০২৬: সঞ্চিত অর্থে টান পড়বে সিংহ রাশির, বাকিদের জন্য সপ্তাহটা কেমন?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। 
Published By: Biswadip DeyPosted: 10:44 AM Jan 11, 2026Updated: 03:45 PM Jan 11, 2026

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় চন্দ্র, ধনুতে রবি, শুক্র, মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু ও মীনে শনি। ১২ জানু. রাত্রি ৩.১৮ মিঃ মকরে শুক্র এবং ১৪ জানু সকাল ৩.০৭ মিঃ রবি মকরে প্রবেশ করবে। ১৫ই রাত্রি ৪.২৯ মিঃ মকরে মঙ্গল, ১৭ জানু. সকাল ১০.২৪ মিঃ বুধ মকরে প্রবেশ করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের প্রথমদিকে ব‌্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সাফলে‌্যর জন‌্য নাম ও যশ বৃদ্ধি। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। ব‌্যবসায় মুনাফা বৃদ্ধি হলেও খরচ কমাবার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। অনে‌্যর কথায় কোনও বিনিয়োগ করতে যাবেন না। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়।

বৃষ

শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। পিতার শরীর খুব একটা ভালো যাবে না। ব‌্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিনে‌্যর জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। নিজের জীবনের দুর্বলতার কথা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। সন্তানের ভিন রাজে‌্য কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা। এই সময় জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। এই সময় ভালো করে না বুঝে বা না পড়ে কোনও কিছুতে সই করবেন না।

মিথুন

সপ্তাহটি ভালো-মন্দের ভিতর দিয়ে কাটবে। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। আপনার ভালোমানুষির সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য ধরা দেবে।

কর্কট

এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। সৃজনশীল কাজে উন্নতি। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। সন্তানভাব শুভ। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পরিবারে কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে অর্থনৈতিক উন্নতি লক্ষ‌ করতে পারবেন।

সিংহ

সপ্তাহের শুরুতে সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে কখনওই অবহেলা করবেন না। এর থেকে বহু রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই সময় বহু ব‌্যয়ের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। সন্তানের প্রণয়ঘটিত সমস‌্যা অালোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন। খেলাধুলায় জাতকের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে গন্ডগোল বহুদূর অবধি গড়াতে পারে। বন্ধুরূপী শত্রুর থেকে সাবধানে থাকবেন। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি ও অর্থব‌্যয়। স্ত্রীর কর্মক্ষেত্রে অশান্তি দেখা দেওয়ায় আপনার মানসিক অস্থিরতা বাড়বে।

কন্যা

এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। ব‌্যবসায় প্রতিকূলতা থাকলেও আগামিদিনে কাটিয়ে ওঠার সম্ভাবনা। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। গাড়ি চালানোর সময় অত‌্যন্ত সাবধান হওয়া দরকার। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে অগ্রসর হতে পারেন। স্ত্রীর স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষের দিকে জীবনযাত্রার মান উন্নতির জন‌্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে।


তুলা

সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ‌্য খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। ভাই-বোনদের প্রতি কর্তব‌্য করলেও তাদের স্বার্থ‌পরতা ও রূঢ় আচরণ আপনার মানসিক শান্তির ব‌্যাঘাতের কারণ হবে। সম্পত্তি রক্ষার জন‌্য খরচ বৃদ্ধি পাবে। চাকরিক্ষেত্রে সমস‌্যা বৃদ্ধি পেলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস‌্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে ক্রোধ নিয়ন্ত্রণ করুন।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে বহুদিনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বয়স্ক জাতক-জাতিকারা হঠাৎ পড়ে গিয়ে শরীরের নিম্নাঙ্গে চোট-আঘাত পেতে পারেন। ব‌্যবসায়ীদের কঠোর পরিশ্রমের ফলে ব‌্যবসায় উন্নতি লক্ষ‌ করা যায়। আপনার উদার মানসিকতার সুযোগ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। বিদেশে কর্মরত সন্তান ও তাদের পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। অংশীদারি ব‌্যবসায় মনোমালিন‌্য লেগেই থাকবে। বাবার শরীর সামান‌্য খারাপ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। বিলাসিতা ও অমিতব‌্যয়িতার ফলে আর্থিক সংকট, কোনও বন্ধুর সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান।

ধনু

কর্মে ও ব‌্যবসায় বাধার মধে‌্য অগ্রগতি, ব‌্যবসায়ীদের এইসময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে সম্পর্ক তৈরি হবে। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ‌্য দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মকর

সপ্তাহের প্রারম্ভে অত‌্যধিক ব‌্যয়ে নজর দেওয়া দরকার। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা দোকানে ন‌্যায‌্যমূলে‌্যর ফসল বিক্রি করার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। জাতক-জাতিকার শর্করা বৃদ্ধি ও রক্তচাপ সাময়িক অসুবিধায় ফেলতে পারে। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌ করা যায়। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর ফলে সরকারি চাকরিতে সুযোগ আসবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ‌্যই পরামর্শ করুন। বয়স্করা সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে অশান্তি দেখা দিতে পারে।

কুম্ভ

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। ছোটবেলার বন্ধুর সঙ্গে নতুন যোগাযোগ হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর ফলে সরকারি চাকরিতে সুযোগ আসবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ‌্যই পরামর্শ করুন। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। বয়স্করা সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। অযাচিতভাবে কাউকে সাহায‌্য করতে যাবেন না। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। বিদ‌্যার্থীদের বিদ‌্যালাভে কিছু বাধা-বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের উপর ভালোই হবে।

মীন

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব‌্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে। বিপদের সময় বন্ধুর পাশে দঁাড়াবার চেষ্টা করুন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন গৃহনির্মাণে বাধার সম্মুখীন হতে পারেন। গৃহশান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন‌্য গুরুজনদের পরামর্শ নিন। ব‌্যবসাক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত। কোনওরকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে খুঁটিনাটি সমস‌্যা দেখা দিলেও সহজে তা অতিক্রম করবেন। শিল্পকলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফল‌্য লাভ করবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য ধরা দেবে মিথুন রাশির।
  • কোনওরকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে মীন রাশির।
  • আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে কুম্ভ রাশির।
Advertisement