shono
Advertisement
Ajker Rashifal

২৭ অক্টোবর রাশিফল: পরিশ্রমের সুফল পাবেন মেষ রাশির জাতকরা! বাকিদের ভাগ্যে কী রয়েছে?

জেনে নিন আজকের রাশিফল।
Published By: Subhankar PatraPosted: 12:00 AM Oct 27, 2025Updated: 11:59 AM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

Advertisement

মেষ রাশি: আপনি পরিশ্রমের সুফল পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সড়কপথে ভ্রমণ বেশি আরামদায়ক প্রমাণিত হবে।

বৃষ রাশি: শরীরে দিকে নজর দিন। বিনিয়োগের জন্য ভালো দিন। পরিবারের একজন সদস্য স্বীকৃতি অর্জন করতে পারেন, যা পরিবারে আনন্দ বয়ে আনবে। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকারা পড়াশোনায় মন দিন।

মিথুন রাশি: দীর্ঘদিন অসুস্থতায় ভুগলে আজকে স্বাস্থ্যের জন্য ভালো দিন। অপ্রত্যাশিত ভাবে আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে মনযোগ দিন। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশে পড়াশোনার সুযোগ মিলতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: রিয়েল এস্টেটে লেনদেন লাভজনক ফলাফল বয়ে আনবে। সিদ্ধান্তহীনতা কর্মক্ষেত্রে মূল্যবান সময় নষ্ট করতে পারে। মিডিয়ার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা কাজের জন্য শহরের বাইরে বা বিদেশে ভ্রমণে যেতে হতে পারে। সন্তানের কারণে গর্বিত হবেন।

সিংহ রাশি: অতীতের যেসব উদ্বেগ আপনাকে কষ্ট দিচ্ছিল, সেগুলো দূর হবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। সমুদ্র ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। দিনের শেষে তাড়াতাড়ি কাজ শেষ করে নিজেকে সময় দিন।

কন্যা রাশি: অতিরিক্ত অর্থ ব্যয় আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনও কর্মশালায় যোগ দিলে উপকার পাবেন।

তুলা রাশি: স্বাস্থ্য ঠিক রাখতে ব্যয়াম করুন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। যারা শেয়ারে  বিনিয়োগ করেন তারা হঠাৎ করেই ক্ষতির সম্মুখীন হতে পারেন। ছোট ভুল উপেক্ষা করলে আরও বড় সমস্যা হতে পারে। পারিবারে শান্তি থাকবে। তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে সাবধান থাকুন। কোনও সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীরা সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। রিয়েল এস্টেটে লেনদেন আর্থিক লাভ বয়ে আনতে পারে।

ধনু রাশি: যারা অসুস্থ তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে।কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে।

মকর রাশি: ধার দেওয়া টাকা ফেরত পাবেন। কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। দিনের শেষে একান্তে সময় কাটান। মানসিক শান্তি ফিরবে।

কুম্ভ রাশি: রাস্তায় হাঁটচলায় সাবধান হন। কর্মক্ষেত্রে, আপনি অন্যদের ভুলের জন্য নিজেকে দায়ী মনে করতে পারেন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। শান্ত থাকুন। পারিবারিক জীবনে শান্তি থাকবে।

মীন রাশি: আপনার দৈনন্দিন রুটিন থেকে বিরতি নিন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে ভালো পেতে পারেন। শিক্ষার্থীরা নতুন সুযোগ পেতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা।
  • প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
  • জেনে নিন আপনার আজকের রাশিফল।
Advertisement