সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: দীর্ঘদিন যোগাযোগ নেই এমন কারও সঙ্গে দেখা হতে পারে। অভাবনীয় কোনও ঘটনা ঘটতে পারে। আপনার আয় বৃদ্ধি হবে।
বৃষ রাশি: কাছের কোনও মানুষের অবহেলায় আপনি দুঃখ পেতে পারেন। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। কোনও শারীরিক সমস্যা হতে পারে। সাবধানে পা ফেলুন।
মিথুন রাশি: আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও সুখবর পেতে পারেন। আয় ভালো হবে। বিনিয়োগও শুভ।
কর্কট রাশি: ভালো মন্দ মিশিয়ে চলবে আজকের দিনটি। আয় তেমন ভালো হবে না। তবে সঙ্গীতশিল্পের সঙ্গে যুক্তদের শুভ যোগ রয়েছে। ব্যবসায়ীদের বাড়তি উপার্জনের সম্ভাবনা।
সিংহ রাশি: আপনার বিরুদ্ধে কোনও গুজব রটতে পারে। যার সঙ্গে আপনার কোনও যোগাযোগই নেই। উদ্বিগ্ন হবেন না। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। একদিন না একদিন সত্যি সামনে আসবেই।
কন্যা রাশি: যা আয় করছেন, তা ব্য়য় করবেন না। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ে মন দিন। নইলে সমস্যায় পড়তে পারেন। দুর্ঘটনা কিংবা সর্প দংশনের মতো বড় কোনও বিপদ হতে পারে।
তুলা রাশি: কোনও কাজ শুরু হবে ভালোই। তবে তা শেষ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। আদর্শ থেকে বিচ্যুত হবেন না। সত্যকে হাতিয়ার করে এগিয়ে চলুন।
বৃশ্চিক রাশি: দীর্ঘদিনের কোনও দ্বন্দ্ব, বিবাদের মীমাংসা হতে পারে আজ। সততার সঙ্গে এগিয়ে চলুন। আয় ভালোই হবে। তবে ভুলেও বিনিয়োগ করবেন না। তাতে বিশেষ লাভ হবে না।
ধনু রাশি: কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন। কোনও কথা বলবেন না। নীরবতাই হোক আপনার হাতিয়ার। অর্থকষ্টে ভুগতে পারেন।
মকর রাশি: কোনও অপ্রত্যাশিত ঘটনায় আপনার দৈনিক রুটিন ঘেঁটে যেতে পারে। সমস্যা বুঝে সমাধান করার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনে সমস্যা হলেও অর্থভাগ্য ভালো।
কুম্ভ রাশি: কোনও ভীতি আপনাকে তাড়া করতে পারে। অযথা আতঙ্কিত হবেন না। পরিবারের লোকজনের সঙ্গে মিলেমিশে সময় কাটান। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি: অযথা দুশ্চিন্তা করবেন না। সমস্যার কথা খুলে বলুন। তাতে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের আরও উন্নতি হবে। লটারি কাটলে লাভবান হতে পারেন। বিনিয়োগ করতে পারেন।
