বিশেষ সংবাদদাতা: কারও জীবনে আশীর্বাদ, কারও চোখ-কান খোলা রাখার বছর ২০২৬। শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়, রাষ্ট্রের ক্ষেত্রেও সামগ্রিকভাবে, ২০২৬ সালটি অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং রাজনৈতিক প্রতিযোগিতার একটি বছর হতে চলেছে। তবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতবর্ষকে। এবার এমনটাই বলছে জ্যোতিষ গণনা। কারণ, ২০২৬-এর চার মাস মকর, কুম্ভ ও মীন রাশিতে চতুগ্রহী যোগ ও পঞ্চগ্রহী যোগের প্রভাব থাকবে। এর প্রভাবে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ অশান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়বে। এই সময়কালে ভারত-পাকিস্তান, আমেরিকা-চিন, ইরান-ইজরায়েল, রাশিয়া-ইউক্রেন ইত্যাদি দেশের মধ্যে শান্তি বার্তার মধ্যেই সেনা সংঘাত ও যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। সেনা প্রদর্শনের চেয়েও বেশি আর্থিক ও মনস্তাত্ত্বিক ক্ষেত্রে এই সংঘাত চলতে পারে বলেই জানিয়েছেন কলকাতার প্রখ্যাত জ্যোতিষীরা।
আর একই সঙ্গে নজরে থাকছে বাংলার মতো রাজ্য। জ্যোতিষীদের মতে, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ থাকলেও অনেক ক্ষেত্রেই উন্নতি হবে পশ্চিমবঙ্গে। এখনকার মতোই স্বনির্ভর প্রকল্পে এগিয়ে যাবে। মহিলাদের উন্নয়নে আরও কিছু ভালো সুযোগ আসছে বলেই মনে করছেন জ্যোতিষী সমরেন্দ্র সরকার। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ২০২৬ সালের মন্ত্রী মঙ্গল। এমন পরিস্থিতিতে ভারত ও বিশ্বের একাধিক দেশের মধ্যে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অশান্ত থাকবে। এমনকী, পরিস্থিতি অবসাদপূর্ণ হতে পারে।
বিশ্বের একাধিক দেশের মধ্যে সংঘাত, ও বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। জনগণের মধ্যের রাগ ও উত্তেজনা বাড়বে। যে কারণে পরিবেশ উত্তপ্ত হতে পারে। পাশাপাশি জনগণের মনের মধ্যে অধিক অর্থ উপার্জনের লালসা জন্ম নেবে। যার জন্য সকলের মধ্যে সন্তুষ্টি কমবে বলে গণনায় দেখছেন জ্যোতিষীরা। জ্যোতিষী সমরেন্দ্র সরকার ভারতবর্ষ প্রসঙ্গে জানিয়েছেন, সংবাদপত্র জগতে প্রিন্ট ও সোশাল মিডিয়ায় বিশেষ জোর দেওয়া হবে। নতুন আইন আসতে পারে। পরিবহণে রেল, বিমান, হাইওয়ের ক্ষেত্রে অনেক আধুনিকীকরণ হবে। জনমুখী হবে। রিয়েল এস্টেট অত্যন্ত সমৃদ্ধ হবে। নতুন ওষুধ আবিষ্কার হলেও দাম বাড়বে। কৃষিতেও খুব ভালো পরিস্থিতি। কৃষিজ ক্ষেত্রে লাভ। ভয়ংকর বৃষ্টি, বন্যার সম্ভাবনা থাকছেই। শিক্ষা জগতেও অনেক ঐতিহাসিক পরিবর্তন হবে। জুন মাসে মারাত্মক ধস দেখা দেবে শেয়ার বাজারে। আয়ুর্বেদে জোর দেওয়া হবে।
শুধু সাফল্য নয়, ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারকে অগ্নিপরীক্ষা দিতে হবে। বিশেষত বিদেশ নীতির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতবর্ষকে। যে কারণে সরকারকে নিজের নীতি পরিবর্তন করতে হবে। পাশাপাশি অর্থ ব্যবস্থায় পতন সম্ভব। উল্লেখযোগ্য ভাবে নতুন বছরে সোনা-রুপো ইত্যাদি ধাতুর মূল্যবৃদ্ধি হবে। জানা যাচ্ছে, নতুন বছরের মন্ত্রী মঙ্গল হওয়ায় এ বছর সাম্প্রদায়িক অবসাদের পরিস্থিতি বাড়তে পারে।
পশ্চিমবঙ্গে বর্তমান শাসকদলের হাত ধরেই দরিদ্র শ্রেণির মানুষের জন্য কিছু উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। সুবিধা বাড়বে রাস্তা, যাতায়াতের। অনেক সুবিধাজনক পরিকল্পনা নেওয়া হবে। স্কুল কলেজ হাসপাতাল সংখ্যায় আরও বাড়বে। সমৃদ্ধি আসবে শিক্ষা জগতে। কৃষি ভালো হবে। রাজনৈতিক অস্থিরতা বজায় থাকলেও বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবে না বিরোধীরা। ভোটের আগে ও পরে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটবে। তবে জ্যোতিষ গণনা বলছে বাংলা হারাবে কয়েকজন বিশিষ্ট মানুষকে।
