shono
Advertisement
Rashifal

অর্থ থেকে সম্মান, জুলাইয়ে ফুলেফেঁপে উঠবেন ৫ রাশির জাতকরা

দেখে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।
Published By: Tiyasha SarkarPosted: 04:44 PM Jun 19, 2025Updated: 03:54 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই মাসে ৬ গ্রহের গোচর। যার ফলে জুলাই মাসজুড়ে তৈরি হবে একাধিক শুভ ও অশুভ যোগ। যা পালটে দেবে বেশ কয়েকটি রাশির জাতকদের ভাগ্য। সেই তালিকায় রয়েছে পাঁচ রাশি। কারও রয়েছে বিপুল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কারও আবার বহুদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে সহজেই। আসুন দেখে নেওয়া যাক, এই গ্রহের গোচরে ফুলে ফেঁপে উঠবে কোন পাঁচরাশি।

Advertisement

মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গোচর মেষরাশির জাতকদের জন্য ডেকে আনবে সুদিন। উন্নতি হবে কেরিয়ারের। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা খুবই ভালো হতে চলেছে। সঞ্চয়ের সুযোগ মিলবে।

মিথুন রাশি- জুলাইয়ে সূর্য, বৃহস্পতি ও বুধ অবস্থান করবে মিথুন রাশিতে। অর্থাৎ বুধাদিত্য ও গুরু আদিত্য যোগ তৈরি হবে। যার ফলে ফুলে ফেঁপে উঠবে মিথুন রাশির জাতকরা। চাকরি থেকে ব্যবসা, সবক্ষেত্রেই মিলবে লাভ। দীর্ঘদিনের পারিবারিক সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা।

মকর রাশি- কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। আয় বাড়বে। আচমকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা। প্রেমজীবনের অশান্তি মিটবে, সুন্দর হবে জীবন।

তুলা রাশি- বহুদিন থেকে কোনও টাকা আটকে রয়েছে? চিন্তার দিন শেষ। জুলাইয়েই পাবেন অর্থ। ব্যবসায়ীদেরও প্রবল উন্নতির সম্ভাবনা।

মীন রাশি- পরিশ্রমের যথাযথ ফল পাবেন এই জুলাইয়েই। তবে ব্যবসায়ীরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লাভের সম্ভাবনা হয়েছে। চাকরিজীবীদের জন্য ভালো সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একই মাসে ৬ গ্রহের গোচর। যার ফলে জুলাই মাসজুড়ে তৈরি হবে একাধিক শুভ ও অশুভ যোগ। যা পালটে দেবে বেশ কয়েকটি রাশির জাতকদের ভাগ্য।
  • সেই তালিকায় রয়েছে পাঁচ রাশি।
  • কারও রয়েছে বিপুল অর্থপ্রাপ্তির সম্ভাবনা।
Advertisement