shono
Advertisement
Durga Puja Lifestyle

দেবীপক্ষের সূচনায় শুভ যোগ! পুজোয় প্রেমের জোয়ারে ভাসবে এই চার রাশির জাতক-জাতিকা

তালিকায় কোন কোন রাশি?
Published By: Subhankar PatraPosted: 02:49 PM Sep 22, 2025Updated: 02:49 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর গন্ধ বাতাসে। বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু পুজো নয়, এক আবেগ । দুঃখ, বিবাদ ভুলে আনন্দে মাতা বচ্ছরকার দিনগুলোয়। আর তার মধ্যে অন্যতম প্রেম। অষ্টমীর  অঞ্জলিতে আড়চোখের চাহনি। ব্যাপারটা আরেকটু এগোলে কাছের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া। বন্ধুদের ভিড়কে ফাঁকি দিয়ে চট করে একটু একা হয়ে শহরের অলিগলি ঘুরে বেড়ানো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পুজোয় চার রাশির জীবনে আসতে চলেছে প্রেম। যাঁরা প্রেমে রয়েছেন তাঁদের সম্পর্ক আরও মজবুত হবে। পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে রয়েছে রয়েছে এমন সম্ভাবনাও! দেখে নিন তালিকায় কোন কোন রাশি।

Advertisement

মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই শুভক্ষণে প্রেম আসতে পারে মকর রাশির জাতক-জাতিকার জীবনে। যাঁরা আগের থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দেবী দুর্গার আশীর্বাদে মিটে যাবে সব বিবাদ।

ধনু রাশি: পুজোর সময় ধনু রাশির পুরনো প্রেম ফিরে আসার যোগ রয়েছে। আবার মণ্ডপে কাউকে দেখে প্রেমের পড়ারও সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে কাউকে প্রেম প্রস্তাব দেওয়ার কথা ভাবলে এই সময় মনের কথা বলে ফেলুন। তবে বিবাহিতরা স্ত্রীর সঙ্গে একটু মানিয়ে চলুন তা না হলে ছোটখাটো ঝামেলার সৃষ্টি হতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই মনের রাজা। পুজোয় এরা নতুন জীবন সঙ্গী পেতে পারেন। যাঁরা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। পুরনো প্রেমের ফিরে আসারও হাতছানি রয়েছে।

বৃষ রাশি: সম্পর্কে কোনও টানাপোড়েন থাকলে তা এই সময়ে মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর কলহ দূর হবে। দেবীর আগমনের পর দারুণ সময় পেতে চলেছেন বিবাহিতরা। পুজোয় নতুন সঙ্গী খুঁজে পাওয়ারও যোগ রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর গন্ধ বাতাসে। বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু পুজো নয়, যা কিছু ভালো তার সূচনা হয় এই পুজোতেই।
  • দুঃখ, বিবাদ ভুলে আনন্দে মাতেন সকলে। আর পুজো মানেই যেন প্রেম।
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পুজোয় চার রাশির জীবনে আসতে চলেছে প্রেম।
Advertisement