shono
Advertisement
Maharashtra

গদির লোভে বাঘে-গরুতে একঘাটে... মহারাষ্ট্রের পুরসভায় কংগ্রেসের হাতে হাত বিজেপির

শিণ্ডের শিব সেনার তোপ, ওই জোট 'অপবিত্র'!
Published By: Biswadip DeyPosted: 11:28 AM Jan 07, 2026Updated: 12:27 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এও সম্ভব! দেশজুড়ে নিজেদের কংগ্রেস-মুক্ত ভারতের প্রবক্তা হিসেবে তুলে ধরে বিজেপি। অথচ ভোট বৈতরণি পার হতে তারাই কিনা 'হাতে' হাত রাখল! তাও একনাথ শিণ্ডের শিব সেনার থেকে মুখ ফিরিয়ে! এমনই ছবি দেখা গেল মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায়। স্বাভাবিক ভাবেই শিণ্ডে শিবির এই পরিস্থিতিতে বেজায় চটেছে। তারা এই জোটকে 'অপবিত্র' বলেও তোপ দেগেছে ইতিমধ্যেই।

Advertisement

আর এই জোটের কারণেই অম্বরনাথের পুর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেপি-র তেজশ্রী করঞ্জুলে পেয়েছেন বিপুল ভোট। ৩২ জন কাউন্সিলর তাঁকে সমর্থন দিয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন বিজেপির, ১২ জন কংগ্রেসের এবং চারজন এনসিপির অজিত পাওয়ার শিবিরের। অর্থাৎ কংগ্রেসের এক ডজন ভোট না পেলে বিজেপি জোটকে থেমে যেতে হত ২০ ভোটে। ফলে মিলত না সংখ্যাগরিষ্ঠতা।

এদিকে শিণ্ডের সেনা শিবিরের বিধায়ত বালাজি কিঙ্কর ক্ষোভ উগরে দিয়েছেন 'অপবিত্র জোটে'র বিরুদ্ধে। তাঁর কথায়, ''একটা দল কংগ্রেসমুক্ত ভারতের কথা বলে এখন শাসনক্ষমতা ভাগ করে নিচ্ছে কংগ্রেসের। এটা শিব সেনার পিঠে ছুরি ছাড়া কিছু নয়। ''

বিজেপি অবশ্য এমন সমালোচনাকে আমল দিচ্ছে না। পদ্ম শিবিরের সহ-সভাপতি গুলাবরাও করঞ্জুলে পাটিল বলে দিয়েছেন, বরং শিব সেনার সঙ্গে জোটই 'অপবিত্র'! তাঁর দাবি, গত ২৫ বছর ধরে শিণ্ডের দলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠেছে। তবে বিজেপি তাদের সঙ্গেই জোট গড়তে চেয়েছে বলেই দাবি তাঁর। কিন্তু সেক্ষেত্রে কোনও সদর্থক সাড়া মেলেনি বলেই দাবি তাঁর।

সব মিলিয়ে বিজেপি-কংগ্রেস জোট অম্বরনাথ পৌর পরিষদে তাৎক্ষণিক ক্ষমতার লড়াইয়ের অবসান ঘটালেও, মহারাষ্ট্রের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত। এই জোটটি একটি রাজনৈতিক অপরিহার্যতা নাকি আদতে বিতর্কিত আপস, তা নিয়ে জল্পনা ও বিতর্ক শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট বৈতরণি পার হতে তারাই কিনা 'হাতে' হাত রাখল! তাও একনাথ শিণ্ডের শিব সেনার থেকে মুখ ফিরিয়ে!
  • এমনই ছবি দেখা গেল মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায়।
  • স্বাভাবিক ভাবেই শিণ্ডে শিবির এই পরিস্থিতিতে বেজায় চটেছে।
Advertisement