সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরি। সকল পড়ুয়ার লক্ষ্য থাকে সরকারি দপ্তরে চাকরি করার। কিন্তু সবাই কি সেই চাকরি পায়? উত্তর সবারই জানা। তবে হাড়ভাঙা পরিশ্রম ও প্রচেষ্টা ভাগ্যের লেখা বদলে দিতে পারে! নতুন বছরের শুরু পরীক্ষার্থীরা নয়া উদ্দম্যে লেগে পড়েছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৫ সালে, মকর, কন্যা, বৃষ, তুলা রাশির জাতক-জাতিকারা নিজেদের কঠোর পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় সরকারি চাকরি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকে। এদের কাছে নিজেদের জীবনের লক্ষ্য পরিষ্কার থাকে। সেই গন্তব্যে পৌঁছনর জন্য পরিশ্রম করতে করতে পিছুপা হন না। এই রাশির জাতকরা যে-কোনও দায়িত্ব খুব সুষ্ঠভাবে পালন করেন। চলতি বছর গ্রহের বিচারে এই রাশির ব্যক্তিরা সরকারি চাকরি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। হার না মানা মনোভাব এই সাফল্য নিয়ে আসবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা কোনও কাজ হাত নিলে তা 'পারফেক্ট' করে তুলতে নিজেদের সবটুকু উজাড় করে দেয়। এই মনোভাবই তাঁদের এই বছর সরকারি চাকরি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে সাফল্য আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা খুব নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাঁরা তাদের ধৈর্যের জন্য পরিচিত। সরকারি চাকরিতে, এই গুণগুলো দরকার। চলতি বছর সরকারে আর্থিক বা প্রশাসনিক দপ্তরে চাকরি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাদের কঠোর পরিশ্রম ফল নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
তুলা রাশি: চলতি বছরে বিভিন্ন গ্রহ চক্রের বিচারে তুলা রাশির জাতক-জাতিকারা সরকারি চাকরি পেতে পারেন। এরা সাধারণ যে-কোনও জায়গায় সমঝে চলেন। কোনও সমস্য়ায় পড়লে ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ঠিক উপায়টা বার করে নেন। তাদের পরিশ্রম সরকারি চাকরি পেতে সাহায্য করবে।