shono
Advertisement

০৯ মার্চ- ১৫ মার্চ Horoscope: ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা, বাকিদের ভাগ্যে কী

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 10:09 AM Mar 09, 2025Updated: 10:29 AM Mar 16, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, চন্দ্র ও মঙ্গল মিথুনে, কন‌্যায় কেতু, রবি ও শনি কুম্ভে, মীনে বক্রী শুক্র, রাহু ও বুধ। ১৪ মার্চ রাত্রি ৬.৫১ মিঃ রবি মীনে প্রবেশ করবে ১৫ মার্চ সকাল ১২.২০ মিঃ বুধ বক্রী হবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। সৃষ্টিশীল কাজে সাফলে‌্যর জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। কর্মস্থানে চলা বহুদিনের কোনও সমস্যা এই সময় মিটে যেতে পারে। পিতার চিকিৎসার জন্য সপ্তাহের মধ্যভাগে খরচ বাড়বে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা নতুন পদ পেতে পারেন। ফাটকা বাজারে বড় বিনিয়োগের আগে উপযুক্ত ব‌্যক্তির পরামর্শ অবশ‌্যই নেবেন। চাকরিরত সন্তানরা আপনার প্রত‌্যাশা পূরণ করতে পারবে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা কাছেপিঠে ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন।

বৃষ

কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ করা যায়। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। সন্তানের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন। মা, বাবা-ভাইবোনদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যঁারা সমাজ জীবনে পরিচিত, তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। বয়স্কদের ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। কোনও ঘটনা নিয়ে অকারণে উত্তেজিত হবেন না। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সপ্তাহের মধ‌্যভাগে এই রাশির জাতক-জাতিকাদের পদোন্নতি হবার সম্ভাবনা।

মিথুন

বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনুকূল। আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভালো হবে। আপনার ব‌্যক্তিগত বা পেশাগত জীবনে কোনও সমস‌্যা দেখা দিলে একা সমাধান করার চেষ্টা করবেন না। সকলকে নিয়ে সমাধান করার চেষ্টা করুন। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। সন্তানের অর্থ উপার্জন এই সময় ভালোই হবে। কর্মপ্রার্থীদের জন‌্য কোনও সুখবর আসতে পারে। ব‌্যবসায় প্রতিকূল পরিস্থিতির থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য পরিশ্রম করুন। এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য ও আর্থিক উন্নতি।


কর্কট

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য মানসিক শান্তি। কৃষিজীবী, মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। বন্ধু-বান্ধবের সঙ্গে অংশীদারী ব‌্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না। পারিবারিক বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান। স্ত্রীর বিলাসবহুল জীবন-যাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পরিবারে বিরোধ। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ।

সিংহ

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। পরিবারে সুযোগ সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। লৌহ, কাগজ ও ঔষধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। নিজের জেদের জন‌্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে।

কন্যা

নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বস্তুস্থ বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।

তুলা

নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সময় আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর ব্যবহারের জ‌ন‌্য পরিবারে অশান্তি। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বয়ঃসন্ধির কন‌্যা সন্তানের আচার আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন। নব-বিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ‌্যমে জীবন উপভোগ করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। বাবা-মার একাকীত্ব দূর করার জন‌্য তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।

বৃশ্চিক

পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। পৈত্রিক ব্যবসা-বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সন্তানের কুকীর্তির জন‌্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। কাজের ক্ষেত্রে প্রত‌্যাশামতো ফল পাওয়ার সম্ভাবনা। আয়-ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখে চলার চেষ্টা করুন।

ধনু

এই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কাজের পরিবেশে নতুনত্ব এনে প্রশংসা পেতে পারেন। সন্তানের পরীক্ষার সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অার্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য। ক্ষুদ্র ব‌্যবসায়ীদের মহাজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ভালো সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের নতুন কাজের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে।

মকর

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন দেখা দিতে পারে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের বাড়তি উর্পাজনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। পরিবারে ভাইবোনদের জন্য কর্তব্য করলেও পরে তারাই আপনার বদনাম করবে। কর্মক্ষেত্রে এই সময় বিবাদ-বিতর্কে না জড়ানোই ভালো। ব্যবসায় মহাজনের সঙ্গে টাকাপয়সার হিসাব নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ির বয়স্কদের ও ছোটদের খুব সাবধানে রাখবেন। বহুদিন আটকে থাকা কোনও সমস্যার সমাধান এই সময় হয়ে যাবে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করুন।

 

কুম্ভ

এই সপ্তাহটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ এবং সফল। সন্তানের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। ব্যবসায় ভালো লাভ হতে পারে। তবে পাওনা টাকা আদায়ের ব্যাপারে কিছু সমস্যা থাকবে। ছোটোখাটো-শারীরিক অসুস্থতাও অবশ্য চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মধ্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। পিতা-মাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি-হতে পারে।


মীন

এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সংস্থান আসতে পারে। কতিপয় জাতক-জাতিকার আর্থিক অনটনের জন‌্য পড়াশোনায় বাধা। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ছোট ভাইবোনদের উচ্চশিক্ষায় অগ্রগতির জন‌্য মানসিক শান্তি। স্কুল পড়ুয়া সন্তানদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। আমদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। ক্রীড়াবিদদের পরিবেশ প্রতিকূল হতে পারে। স্ত্রীর ব‌্যবসায় উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement