shono
Advertisement
Horoscope

০২ মার্চ- ০৮ মার্চ Horoscope: শুভ খবর পেতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা, বাকি রাশির ভাগ্যে কী

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:48 AM Mar 02, 2025Updated: 01:16 PM Mar 02, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন‌্যায় কেতু, কুম্ভে শনি ও রবি, মীনে চন্দ্র, শুক্র, বুধ এবং রাহু। রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে জীবনে বড় পরিবর্তন আসবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও দূরে কোথাও বদলি হতে পারে। নিজেদের মধে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি কখনওই মেনে নেবেন না। ব্যবসায়ীদের আর্থিক চাপ বজায় থাকবে। এই সময় কিছু ঋণ করতে হতে পারে। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ করা যায়। পরিবারে কোনও সামাজিক অনুষ্ঠানে আপনার মতামতকে গুরুত্ব নাও দিতে পারে। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে সমাজে আপনার মান ও সম্মান বাড়িয়ে তুলুন।

বৃষ

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। শ্বশুরকুল থেকে পাওয়া সম্পত্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল। পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি আয়ত্তে আনতে সমর্থ হবেন। গোপন শত্রুরা কর্মক্ষেত্রে আপনার অনিষ্ট করার চেষ্টা করলেও সফলতা পাবে না। বিদেশে থাকা সন্তানের উন্নতির খবর পেয়ে আনন্দ পেতে পারেন। ব্যবসায়ীরা ঋণ আদায়কারী সংস্থার চাপে বিব্রত বোধ করতে পারেন। নতুন ব‌্যবসা শুরু করার ক্ষেত্রে কোনও যোগাযোগ আপনাকে উৎসাহ বৃদ্ধি করবে। সপ্তাহের শেষান্তে বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে।

মিথুন

কর্মস্থানে গণ্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। দাম্পত‌্য জীবনে কিছু সমস‌্যার জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। পিতা-মাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালোই থাকবে। উচ্চশিক্ষায় সাফলে‌্যর সম্ভাবনা। আয়-ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখে চলার চেষ্টা করুন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের সফলতা সমাজে তুলে ধরতে পারবেন। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। বাড়ির বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন।


কর্কট

এই সপ্তাহটি খুব একটা আশানুরূপ যাবে না। নিজ এলাকায় গোলযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করুন। ছোট সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় সাংসারিক বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। ছোট ব‌্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। যঁারা নিজে পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তঁারা বিবাহের পূর্বে সবদিক বিচার করে নেবেন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগের ফলে উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুকে আর্থিক সমস‌্যায় সাহায‌্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট।

সিংহ

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। অপ্রিয় সত‌্য বলার জন‌্য অনেকের বিরাগভাজন হতে পারেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। আপনার কন‌্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। যঁারা সমাজ জীবনে পরিচিত তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। নতুন গৃহনির্মাণের যোগ। স্ত্রীর স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে।

কন্যা

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় আর্থিক পরিস্থিতির এই সপ্তাহে উন্নতি হবে। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। সন্তানের পড়াশোনার অগ্রগতির জন্য ভিন-রাজ্যে যেতে হতে পারে। এই সময় নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন্য ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। কর্মস্থলে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।

তুলা

এই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। সন্তানের কুকীর্তির জন্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারে। বড় ভাইয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব-প্রতিপত্তি বাড়িয়ে তুলুন। জমি ও ফ্ল‌্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতানৈক্য হতে পারে। সংক্রমণ জনিত জ্বর-জ্বালা ও সর্দ্দিকাশি থেকে সাবধানে থাকবেন। নিজের উদাসীনতার জন‌্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক

বর্তমান সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য শুভ বার্তা বহন করবে। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। সন্তানদের সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। গোপন শত্রুরা আপনার ক্ষতি করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতানৈক্য হতে পারে। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছল্য ফিরে আসবে। বন্ধু -বান্ধবের কাছে নিজের টাকা-পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। পরিবারে ভ্রাতৃস্থানীয়া কারও সঙ্গে বিবাদ হতে পারে। ঠিকাদারি ব্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। অত্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার ব্যবহারে ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন।

ধনু

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় আর্থিক পরিস্থিতির এই সপ্তাহে উন্নতি হবে। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি-মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। বয়স্করা খাদ‌্যাভ‌্যাসের দিকে নজর দিন। এই সময় পৈতৃক ব‌্যবসা সম্প্রসারণে বাড়তি বিনিয়োগ না করাই উচিত। নতুন গৃহ নির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য পরিশ্রম করুন। উচ্চ-শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদ‌্যমী হতে হবে।

মকর

কর্মে দায়িত্ব বৃদ্ধিতে প্রতিপত্তি বাড়লে আর্থিক সুরাহার আশা কম। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। বেহিসাবি খরচের জন্য-সংসারে অশান্তি বাধতে পারে। পরিবারে ভাইবোনদের মধ্যে কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। কর্মস্থলে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। চাকরি সূত্রে অন‌্য জায়গায় বদলির সম্ভাবনা। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে।

 

কুম্ভ

এই সপ্তাহে কোনও শুভ খবর আপনি পেতে পারেন। শিল্পকর্মের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের উন্নতির যোগ লক্ষ করা যায়। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করুন। কারও কথায় কোনও সিদ্ধান্ত নিয়ে নেবেন না। ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পারেন। মজুরদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন। প্রৌঢ় ও মধ্যবয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না।


মীন

কর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায়। বন্ধু বা আত্মীয়ের সহায়তায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কতিপয় জাতক-জাতিকাদের দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগের ফলে উর্পাজন বৃদ্ধি পাবে। এই সময় জাতকের চোখ ও কানের সমস্যা দেখা দিতে পারে। অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে‌্য খারাপ হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তুলা রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না।
  • এই সপ্তাহে কোনও শুভ খবর পেতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা ।
  • কর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায় মীন রাশির জাতক জাতিকাদের।
Advertisement