সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তে নতুন রূপে সেজেছে প্রকৃতি! দক্ষিণা বাতাসের ছোয়া লেগেছে অনেকের ব্যাকুল মনেও। সত্য়ি, বসন্ত প্রেমের বাতাস বয়ে আনে বইকি! বসন্তে দোল পূর্ণিমায় প্রিয়জনকে রাঙিয়ে দেওয়ার অপেক্ষায় থাকেন অনেকে। পূর্ণিমা সন্ধ্যায় কাঁধে কাঁধ রেখে বহুদূর ভেসে যাওয়ার পরিকল্পনাও করে অনেকে। তবে সবাই যে বিশ্বস্ত তা তো নয়। রংয়ের উৎসবে কোন রাশির জাতকরা দারুণ মজা করেন, বন্ধু হিসাবে কারা সেরা। চোখ বন্ধ করে কাঁদের ভরসা করা যায়? হদিশ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রংয়ের উৎসবে ওরা রঙিন হয়ে ওঠেন। তাঁদের প্রচুর ইচ্ছাশক্তির সঙ্গে বসন্ত উৎসবের আবহাওয়া পুরো মিলে যায়। রংয়ের দিন এই রাশির জাতকদের সেরা বন্ধু হিসাবে গণ্য করায় যায়।
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা বিশেষ, বিশেষ দিনে অন্য মুডেই থাকেন। অন্যরা রং নিয়ে ব্যস্ত থাকলেও এরা একটু দূরে খাওয়া- দাওয়া নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করেন। খাদ্যরসিকরা এই জাতক-জাতিকাদের সঙ্গে থাকলে তাঁদের সম্পূর্ণ খেয়াল রাখেন বৃষ রাশির জাতকরা।
মিথুন রাশি: বসন্ত প্রচুর অজানা ব্যক্তির সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন এই রাশির জাতকরা। হাসি , ঠাট্টা, রং লাগানো সবকিছুতে এমনভাবে মেতে ওঠেন, মনে হবে খুব পুরনো দিনের বন্ধু। তাঁদের এই ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গের মানুষের কাছে আর্কষণীয় হয়ে ওঠে। নতুন বন্ধন তৈরি করতে এদের জুড়ি মেলা ভার।
কর্কট রাশি: এই রাশির জাতকরা রং খেলাকে গতানুগতিক ধাঁচের বাইরে গিয়ে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন। যা অনেক বন্ধুদের আকৃষ্ট করে। বন্ধুদের এরা একটি মজার দিন উপহার দিন দিতে চান।
সিংহ রাশি: বসন্ত উৎসবকে নতুন সাজের রংয়ে সাজিয়ে তুলতে এই রাশির জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার। যা স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করে। বন্ধু হিসাবে তাঁরা অনেক ভরসাযোগ্য।
তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকারাও রঙিন প্রতীকীর হয়ে থাকেন। তবে খুব সাবধানীও। কোনও অনুষ্ঠানে থাকলে চান সব কিছু ঠিকঠাকভাবে মিটে যাক। বন্ধু হিসাবে এদের উপরও সম্পূর্ণ বিশ্বাস করা যায়।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা এই দিনে সম্পূর্ণ অন্য মুডে চলে যান। ভালোবাসায় ভেসে থাকেন। রংয়ের ভাণ্ডারে পূর্ণ থাকেন তাঁরা। প্রয়োজন পরলেই তা বার করে চমকে দেন। উদ্দেশ্য মজাতে কোনও ছেদ না পরে। বন্ধু হিসাবে এরাও বিশ্বস্ত। যা অন্যদের সব দিক খেয়াল রাখে। এরা প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন। চাঁদের আলোয় বসে প্রিয়জনকে ভালোবাসায় ভরিয়ে দিতে কোনও খামতি রাখেন না।
ধনু রাশি: মাথা থেকে পা পযর্ন্ত রং মাখতে কেউ যদি ভালোবাসেন তাহলে সেটা ধনু রাশির জাতক-জাতিকা। বন্ধুরা সকলে যাতে ভালো করে মজা করতে পারেন সেই দিকটিও নিশ্চিত করেন তারা।
মীন রাশি: শিল্পীর চোখ থেকে কোনও রাশি যদি রং খেলাকে দেখতে চান, তাঁরা হলেন মীন রাশির জাতক-জাতিকারা। বসন্ত উৎসবের পুরো মজা নেন তাঁরা।