সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকে বলা হয় মহাবিশ্বের প্রাণশক্তি। সূর্যের আরাধনা আমাদের চিরন্তন ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের অবস্থানকে নিজ রাশিতে পোক্ত করার জন্য রবিবারকে বেছে নেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনটি আসলে 'সূর্যদেব'-এর জন্য নিবেদিত। সূর্য হলেন গ্রহের রাজা। তাই ভাগ্য বদলাতে রবিবারে তাঁর আরাধনা করা হয়। জীবনে বাধা এলে বা কেরিয়ারে সমস্যা হলে প্রতি রবিবার এই নিয়মগুলি পালন করুন। সূর্যদেবের কৃপায় আপনার কপাল ফিরবে।
ঠিক কী কী নিয়ম পালন করবেন?
১) সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন।
২) এদিন লাল বা গোলাপি রঙের পোশাক পরুন। এটি সূর্যের প্রিয় রং।
৩) অর্ঘ্য দান করুন। এটি প্রধান কাজ। একটি তামার পাত্রে জল নিন। তাতে লাল ফুল, অক্ষত চাল এবং সামান্য গুড় মেশান। সূর্য ওঠার সময় পূর্ব দিকে মুখ করে এই জল অর্পণ করুন। জল দেওয়ার সময় পাত্রের দিকে তাকাবেন না।
৪) অর্ঘ্য দেওয়ার সময় সূর্য বীজ মন্ত্র জপ করুন। যেমন, 'ওঁ হ্রাং হ্রীং হ্রৌং সঃ সূর্যায় নমঃ' মন্ত্রটি ১১ বার জপ করুন।
৫) এদিন নুন ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সন্ধ্যাবেলা নুন একেবারেই খাবেন না।
৬) এদিন গুড়, লাল কাপড় বা গম দান করা শুভ। এটি আপনার রাশিতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে তুলবে।
৭) এদিন কারোর প্রতি রাগ দেখাবেন না। বড়দের প্রতি সম্মান বজায় রাখুন।
এই নিয়মগুলি মন থেকে মেনে চললে জীবনে সুখ-শান্তি ফিরবে। একই সঙ্গে আপনার কর্মজীবনেও ঘটবে উন্নতি। রাশিতে সূর্যের অবস্থান মজবুত হবে।
