shono
Advertisement
Horoscope

ভাইফোঁটাতে বৃশ্চিকে প্রবেশ চন্দ্রের! কপাল খুলবে এই ৪ রাশির

জেনে নিন ভাইফোঁটার দিন 'লাকি রাশি' কারা?
Published By: Buddhadeb HalderPosted: 06:48 PM Oct 22, 2025Updated: 06:48 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া পালিত হয়। বাঙালির ঘরে ঘরে এ যেন শ্রীকৃষ্ণের কপালে বোন সুভদ্রার জয়টিকা পরিয়ে দেওয়ার উৎসব। এ বছর শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর, রাত্রি ৮টা ১৬ মিনিটে। শেষ হবে পরের দিন ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট। জ্যোতিষশাস্ত্র মতে, আগামীকাল বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ। কিছু রাশির কপাল খুলতে চলছে এদিন। ২৩ অক্টোবর দিনের প্রথম ভাগে চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এর ফলে চারটি রাশির ভাগ্য পরিবর্তন ঘটবে।

Advertisement

বৃষ রাশি: চন্দ্রের গোচরে ভাগ্য খুলতে চলেছে বৃষ রাশির। পরিবারে শান্তি বৃদ্ধি পাবে। ভাই-বোনের মধ্যে স্নেহ ও মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। আর্থিক ভাগ্য ভালো। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা। সঞ্চয়ের সুযোগ পাবেন।

মিথুন রাশি: ভাইফোঁটার দনটি মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। জীবনের অত্যন্ত শুভ সময় দেখা দেবে। সামাজিক অনুষ্ঠানে বিশেষ মর্যাদা পাবেন। ব্যবসায় দারুণ উন্নতি ঘটবে। আর্থিক লাভের সম্ভাবনা। বিনিয়োগে মালামাল হওয়ার সম্ভাবনা। যারা চাকরি খুঁজছেন, তারা আজ সুসংবাদ পাবেন।

কর্কট রাশি: ভাইফোঁটার দিনটি দারুণ কাটবে। পরিবারে সকলের সঙ্গে একসাথে সময় কাটাবার সুযোগ পাবেন। পুরনো কোনও পাওনা আজ ফেরত পেতে পারেন। আর্থিক লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসার জন্য শুভ সময়।

সিংহ রাশি: চন্দ্রের গোচরে সিংহ রাশির জাতক-জাতিকার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। পরিবারে সকলের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় সাফল্য মিলবে। অপ্রত্যাশিত আর্থিল লাভ ঘটবে। আটকে থাকা কোনও কাজ আজ সম্পূর্ণ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিষশাস্ত্র মতে, আগামীকাল বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ।
  • ২৩ অক্টোবর দিনের প্রথম ভাগে চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
  • এর ফলে চারটি রাশির ভাগ্য পরিবর্তন ঘটবে।
Advertisement