shono
Advertisement
Horoscope

ধনতেরাসের আগেই প্রচুর অর্থলাভ! গজকেশরী রাজযোগে কপাল খুলবে এই ৩ রাশির

জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগের বিশেষ গুরুত্ব রয়েছে।
Published By: Buddhadeb HalderPosted: 05:15 PM Oct 07, 2025Updated: 05:15 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছর ধনতেরাস পালিত হবে ১৮ অক্টোবর। আর তার আগেই গঠিত হতে চলেছে গজকেশরী রাজযোগ। এই রাজযোগ গঠিত হয় চন্দ্র ও বৃহস্পতির সংযোগে। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। উল্লেখ্য ১২ অক্টোবর চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করছে। মিথুনে বৃহস্পতি ইতিমধ্যেই বিরাজমান। গজকেশরী রাজযোগ গঠিত হলে বিশেষ কয়েকটি রাশির জন্য তা সৌভাগ্য নিয়ে আসবে। অপ্রত্যাশিত অর্থলাভ, সম্পদ ও আর্থিক স্থিতিশীলতা লাভ করবে বিশেষ তিনটি রাশি। কোন কোন রাশি? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

বৃষ রাশি: গজকেশরী রাজযোগ বৃষ রাশির জন্য শুভ। এই রাজযোগের প্রভাবে এই সময় পুরনো কোনও বিনিয়োগে বিপুল অর্থলাভ হতে পারে বৃষ রাশির। গণসংযোগ, ব্যাঙ্কিং, মার্কেটিং প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা। শেয়ার মার্কেটে আশাতীত সাফল্য ঘটবে। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। সংসারে সার্বিক শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে গজকেশরী রাজযোগের বিশেষ সুফল দেখা দেবে। এই রাজযোগের প্রভাবে কন্যা রাশির জাতকেরা কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করবেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। ব্যবসায় অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে। ব্যবসায় উন্নতি দেখা দেবে। সঞ্চয় বাড়বে। পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

মিথুন রাশি: গজকেশরী যোগে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে। মিথুন রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্ব উন্নত হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। অবিবাহিত ব্যক্তিরা বিবাহের প্রস্তাব পাবেন। আর্থিক ক্ষেত্র আরও উন্নত হবে। পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকবে। নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন। সঞ্চয় বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ বছর ধনতেরাস পালিত হবে ১৮ অক্টোবর। তার আগেই গঠিত হতে চলেছে গজকেশরী রাজযোগ।
  • গজকেশরী রাজযোগ গঠিত হলে বিশেষ কয়েকটি রাশির জন্য তা সৌভাগ্য নিয়ে আসবে।
  • কোন কোন রাশি? চলুন জেনে নেওয়া যাক।
Advertisement