সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষ কোনও না কোনও সময়ে খারাপ পরিস্থিতির শিকার হয়ে থাকেন। সেই অবস্থার জন্য অনেক সময় সত্যি কিছু করার থাকে না। অনেকাংশে ওই নির্দিষ্ট সমস্যার তিনি নিজে দায়ী হন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু মানুষ আছে যাঁরা যে কোনও সমস্য়ার জন্যই পরিস্থিতিকেই দায়ী করেন। সোজা ভাষায় 'ভিকটিম কার্ড' খেলে। তারা কোন কোন রাশির জাতক?
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। নিজেদের এই 'আবেগপ্রবণ কার্ড' মাঝে মধ্যেই ব্যবহার করে এরা। অন্য কোনও পক্ষ যদি কোনও ভুল না করে থাকেন, এরা এমন 'গল্প' বানাবে তাতে সেই ব্যক্তি নিজেকে অপরাধী ভাবতে বাধ্য করবে।
তুলা রশি: এই রাশির জাতক -জাতিকারা কূটনীতি খুব ভালো বোঝে। কোনও খারাপ পরিস্থিতিতে আটকে গেলে এমন কিছু কাজ করবে যাতে পরিস্থিতি নিজের অনুকূলে চলে আসবে। এমনকী আশেপাশের মানুষজনের সমর্থন পেতে পারেন।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা জানেন কী করে পরিস্থিতি নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে হয়। প্রয়োজনে এরা সব কিছু করতে পারেন। এই রাশির জাতকরা নাটকে পারদর্শী। কখন কোন শব্দ ব্যবহার করতে হবে এরা ভালো করে জানেন।
