shono
Advertisement
Saraswati Puja 2026

সরস্বতী পুজোয় মনের মানুষের সঙ্গে রংমিলান্তি? রাশি মেনে বেছে নিন আপনার শুভ সাজ

জ্যোতিষশাস্ত্র বলছে রাশির সঙ্গে মিলিয়ে পোশাক পরলে বিদ্যাদেবীর আশীর্বাদ মেলে সহজেই। কোন রাশির জন্য কোন রঙের বসন শুভ? অঞ্জলির আগে দেখে নিন এক নজরে।
Published By: Buddhadeb HalderPosted: 12:15 PM Jan 20, 2026Updated: 12:15 PM Jan 20, 2026

মাঘের শুক্লা পঞ্চমী মানেই বসন্তের আগমনী। বাঙালির অঘোষিত ‘ভ্যালেন্টাইন্স ডে’। সরস্বতী পুজোর সকালে হাতে হাত রেখে অঞ্জলি দেওয়া। আর হলদেটে আভার সাজে মিশে যাওয়ার আনন্দই আলাদা। বিশেষ করে প্রিয় মানুষের সঙ্গে রঙের মিল রেখে পোশাক পরার ধুম থাকে তুঙ্গে। তবে শুধু পছন্দ নয়, জ্যোতিষশাস্ত্র বলছে রাশির সঙ্গে মিলিয়ে পোশাক পরলে বিদ্যাদেবীর আশীর্বাদ মেলে সহজেই। কোন রাশির জন্য কোন রঙের বসন শুভ? অঞ্জলির আগে দেখে নিন এক নজরে।

Advertisement

মেষ (Aries)
মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাল বা বাসন্তী রঙ অত্যন্ত শুভ। অঞ্জলির সময় হলুদের ছোঁয়া রাখা জরুরি। এতে বিদ্যার ক্ষেত্রে একাগ্রতা বাড়ে।

বৃষ (Taurus)
শুক্রের প্রভাবে থাকা এই রাশির জন্য সাদা বা আকাশী নীল রঙের পোশাক আদর্শ। সরস্বতী পুজোয় সাদার ছোঁয়ায় সাজলে মনে শান্তি বজায় থাকে। দেবীর আশীর্বাদ লাভ সহজ হয়।

মিথুন (Gemini)
বুধের এই রাশির জন্য সবুজ বা কচি কলাপাতা রঙের পোশাক মঙ্গলজনক। তবে পুজো উপলক্ষে হলুদ রঙের মেলবন্ধন ঘটানো যেতে পারে। এতে সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে।

কর্কট (Cancer)
চন্দ্র প্রভাবিত কর্কট রাশির জন্য সাদা, রুপালি বা ক্রিম বর্ণ বিশেষ শুভ। এই রাশির ছাত্রছাত্রীরা স্নিগ্ধ রঙের পোশাকে অঞ্জলি দিলে দেবীর প্রতি নিষ্ঠা ও মনোযোগ বৃদ্ধি পায়।

সিংহ (Leo)
সূর্যের তেজে ভাস্বর সিংহ রাশির জন্য সোনালি বা গাঢ় হলুদ অত্যন্ত কার্যকর। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে এই রঙের জুড়ি মেলা ভার।

কন্যা (Virgo)
কন্যা রাশির অধিপতি বুধ। আপনাদের জন্য সবুজ বা ফিকে হলুদ রঙ অত্যন্ত উপযোগী। মনোযোগ এবং আত্মসংযম বাড়াতে এই রঙের পোশাক পরে পুষ্পাঞ্জলি দিন।

তুলা (Libra)
শুক্র শাসিত তুলা রাশির জন্য সাদা বা হালকা নীল রঙ বেশ শুভ। প্রেমের সম্পর্ক মজবুত করতে এবং সুন্দরভাবে বাগদেবীর বন্দনা করতে এই হালকা রঙগুলোই বেছে নিন।

বৃশ্চিক (Scorpio)
মঙ্গলের এই রাশির জন্য লাল বা মেরুন রঙের গুরুত্ব বেশি। অঞ্জলি দেওয়ার সময় লালের সঙ্গে হলুদের সংমিশ্রণে পোশাক পরলে সাহস ও মেধা বৃদ্ধি পায়।

ধনু (Sagittarius)
বৃহস্পতির রাশি ধনু। আপনাদের জন্য সবচেয়ে শুভ রঙ হল গাঢ় হলুদ বা সোনালি। বিদ্যার্জনের পথে বাধা কাটাতে এই রঙের বসনই আপনার জন্য শ্রেষ্ঠ।

মকর (Capricorn)
শনির প্রভাবে থাকা মকর রাশির জন্য নীল বা ফিরোজা রঙের পোশাক উপযোগী। কর্মক্ষেত্রে সাফল্য এবং বিদ্যায় উন্নতি আনতে এই রঙের বিকল্প নেই।

কুম্ভ (Aquarius)
কুম্ভ রাশির জাতকরা বেগুনি বা আকাশী নীল রঙ বেছে নিতে পারেন। অঞ্জলির সময় এই রঙের পোশাক পরলে মনের স্থিরতা আসে এবং ভাগ্যোন্নতি ঘটে।

মীন (Pisces)
বৃহস্পতির এই রাশির জন্য হলুদ বা বাসন্তী রঙ অত্যন্ত শুভ। মীন রাশির ছাত্রছাত্রীরা এই রঙে সেজে উঠলে করুণা ও আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি পায়।

বসন্তের এই উৎসবের আমেজে শুধু ফ্যাশন নয়, রাশির চাকা মেনে সেজে উঠলে পুজো হয়ে উঠবে আরও সার্থক। প্রিয়জনের সঙ্গে রঙের মিল রেখে বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিন নিশ্চিন্তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement