সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দিনে সরল মনের মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল! সবাই প্রত্যেককে ঠক্কর দেওয়ার লড়াইয়ে সামিল। কিন্তু জ্যোতিষশাস্ত্র মনে করে কিছু রাশি জাতক-জাতিকারা সহজ মনের মানুষ হন। জটিলতা, মারপ্যাঁচ পছন্দ করেন না। দেখে নিন তালিকায় কোন কোন রাশি।
কন্যা রাশি: এই রাশির জাতকরা খুবই সরল মনের মানুষ হন। কোনও নাটকীয়তা এদের মধ্যে লক্ষ করা যায় না। দৈনন্দিনের জীবনে ছোট ছোট বিষয়ে এরা খুশি হয়। আন্তরিকতার সঙ্গে সবার সঙ্গে মেলামেশা করেন।
প্রতীকী ছবি
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা কোনও ঝামেলা পছন্দ করেন না। যে পথে এগোলে স্থিতিশীলতা আসবে সেই দিকেই যেতে পছন্দ করেন। তাৎক্ষণিক লাভের প্রতি ঝোঁক কম। খুবই সরল মনের মানুষ এরা। বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী হিসাবে এদের জুড়িমেলা ভার।
প্রতীকী ছবি
কর্কট রাশি: পরিবার, বন্ধুদের মধ্যে খুশি খুঁজে পান এই রাশির জাতক-জাতিকারা। যে কোনও জঠিলতা থেকে নিজেকে দূরে রাখেন এরা। ছোট ছোট বিষয়ে কী করে খুশি থাকা যায়, তা এরা জানেন।
প্রতীকী ছবি
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা জীবনে খুবই ফোকাসড, সুশৃঙ্খল এবং বাস্তববাদী হন। নিজের কাজ করে চলেন। কোনও বিশেষ ফলের আশা করেন না।
প্রতীকী ছবি
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা খুবই সংবেদনশীল হন। এরা সহজেই বন্ধু হয়। সততা এদের কাছে প্রধান্য পায়। আত্মপ্রচার এরা পছন্দ করেনা। নিজের মতোই থাকতে পছন্দ করেন।
প্রতীকী ছবি
