সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর মাসে শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে! এই গোচরের ফলে বদলে যাবে তিন রাশির জীবন। অন্যান্য রাশিতেও প্রভাব পড়লেও কর্কট, কন্যা ও তুলা রাশির জীবনে আসতে চলছে ব্যাপক পরিবর্তন। তেমনটাই মনে করছে জ্যোতিষশাস্ত্র। শুক্রকে সৌন্দর্য, প্রেম, বস্তুগত সুখ এবং সম্পদের প্রতীক মনে করা হয়। কন্যা থেকে তুলারাশিতে শুক্রে গোচরের ফলে ব্যাপক পরিবর্তন হবে বলে মত জ্যোতিষেদের।
তুলা রাশি: শুক্র রাশি পরিবর্তন করে আসতে চলেছে তুলা রাশিতেই। ফলে এই রাশির জাতক-জাতিকারা দারুন ফলাফল পাবেন। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। সামাজিক সম্মান পাবেন। খ্যাতি বাড়ছে। বিবাহিতরা দারুণ সময় কাটাবেন। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা তাঁদের প্রেম মজবুত হবে।
কর্কট রাশি: শুক্রের তুলা রাশিতে গোচরের ফলে ভালো ফল পাবে কর্কট রাশি। এই রাশির জাতক-জাতিকারা সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের থেকে পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন কর্কটরাশির জাতকরা। তবে কিছু ক্ষেত্রে সতর্কতাও অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা যাঁরা কর্মক্ষেত্রে রয়েছেন তাঁরা ব্যাপক সুবিধা পাবেন। ওই রাশি শিক্ষার্থী জাতক-জাতিকাদের জন্য সময়টি খুব ভালো। পরিশ্রম করলে সুফল মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। পরিবারে সুখ থাকবে।
