shono
Advertisement
Horoscope

প্রেমে আসবে জোয়ার, দাম্পত্য জমে ক্ষীর, কোন রাশি হবে আপনার পারফেক্ট ম্যাচ?

জেনে রাখুন কোন রাশির সঙ্গে সম্পর্ক গড়লে আপনার দাম্পত্য জীবন হবে মধুর।
Published By: Buddhadeb HalderPosted: 09:25 PM Oct 21, 2025Updated: 09:25 PM Oct 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহের ক্ষেত্রে রাশির একটি বড় ভূমিকা থাকে। সঠিক রাশি একে অপরের সঙ্গে জোট বাঁধলে আর চিন্তার কিছু নেই। পারফেক্ট ম্যাচিং-এ হাত ধরাধরি করে এগিয়ে যায় সম্পর্কের তরণী। জাতক-জাতিকার জীবনে তখন আর ভালোবাসার অভাব থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে এটিই গ্রহের খেলা। জেনে রাখুন কোন রাশির সঙ্গে সম্পর্ক গড়লে আপনার দাম্পত্য জীবন মধুর হবে।

Advertisement

মেষ এবং মিথুন: এই দুই রাশি একে অপরের জন্য পারফেক্ট। আগুনের সঙ্গে বাতাসের যেমন সম্পর্ক, এই দুই রাশির ক্ষেত্রেও তাই। দুই রাশিতেই একে অপরের প্রতি ভালোবাসা স্থায়ী হবে। জীবনে নানা ঘটনা ও চড়াই-উতরাই থাকলেও কখনওই একে অন্যের হাত ছেড়ে যাবেন না। বরং দাম্পত্য জীবনে সময়ের সঙ্গে সঙ্গে রোমাঞ্চ বাড়বে।

বৃষ এবং কর্কট: এই দুই রাশির জোট খুব শক্তিশালী। এরা একে অন্যের প্রতি দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। একে অন্যের আবেগের সঙ্গে মিশে থাকেন এরা। এই দুই রাশির ভালোবাসা অত্যন্ত গভীর। এক অন্যের সবচেয়ে বিশ্বস্ত ও কাছের।

সিংহ এবং ধনু: এই দুই রাশিতে দাম্পত্যের ভিত ভীষণ মজবুত। জীবনের ছোট ছোট পরিকল্পনাও এরা নিজেদের মধ্যে শেয়ার করেন। এমনকী যেকোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক অন্যের উপর নির্ভরশীল থাকেন।

কন্যা ও মকর: এরা স্বভাবতই শান্ত। অন্যের সামনে চট করে নিজেদের আবেগ প্রকাশ করেন না। কিন্তু এদের প্রেম অত্যন্ত গভীর। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া থাকে। দুই রাশির জুটির দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়।

বৃশ্চিক ও মীন: এই রাশির প্রেম অত্যন্ত খাঁটি। এরা একে অন্যের জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। নিজেদের মধ্যে মান-অভিমানের পর্ব দেখা দিলেও এরা একে অন্যকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। বরং একে অন্যের মধ্যেই পূর্ণতা খূঁজে পান এই রাশির জোট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঠিক রাশি একে অপরের সঙ্গে জোট বাঁধলে আর চিন্তার কিছু নেই।
  • জ্যোতিষশাস্ত্র মতে এটিই গ্রহের খেলা।
  • জেনে রাখুন কোন রাশির সঙ্গে সম্পর্ক গড়লে আপনার দাম্পত্য জীবন মধুর হবে।
Advertisement